ফাইল ছবি
অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি সেলিনা হায়াৎ আইভীর ঘনিষ্ঠ দুইজন যুবলীগ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে শহরের দেওভোগ এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তার দুইজন হলেন- মহানগর যুবলীগের সিনিয়র সহ-সভাপতি কামরুল হুদা বাবু এবং যুবলীগ কর্মী মোতালেব হোসেন মাষ্টার। তারা দুজনই আইভীকে গ্রেপ্তারে বাধা দেওয়া ও পুলিশের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় এজাহারভুক্ত আসামী। একই সঙ্গে তারা আইভীর ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম জানান, আইভীকে গ্রেপ্তারে বাধা ও পুলিশের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় এজাহারভুক্ত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে, ২০২৫ সালের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি সেলিনা হায়াৎ আইভী করে পুলিশ। এ সময় গ্রেপ্তারে বাধা ও পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। দুই দিন পর, ১২ মে রাতে নারায়ণগঞ্জ সদর থানায় উপ-পরিদর্শক (এসআই) মো. রিপন মৃধা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় ৫২ জনকে এজাহারভুক্ত এবং আরও ২০০ অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছিল।








