ফাইল ছবি
অনলাইন ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে খুব শঙ্কিত আমি। কয়েকদিন আগে দলের একজন কর্মী নিহত হয়েছেন এবং সম্প্রতি একজনের ওপর হামলা হয়েছে। কিছু প্রার্থী উস্কানিমূলক কথাবার্তা বলছেন, যা নির্বাচন কমিশনের বিধিমালার লঙ্ঘন।’
বুধবার (১৪ জানুয়ারি) নয়া পল্টন চায়না টাওয়ারের সামনে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
মির্জা আব্বাস বলেন, ‘ব্যালট পেপারটি উদ্দেশ্যমূলকভাবে এমনভাবে করা হয়েছে, যাতে সিল মারার পর বিভ্রান্তি তৈরি হয়। এটা নির্বাচন কমিশনের ইমিডিয়েটলি ঠিক করা উচিত। ম্যানেজমেন্টের কথায় না গিয়ে বিষয়টি সংশোধন করা দরকার, যাতে কোনো পক্ষপাত না থাকে।’
শহরে বুলডোজার পাঠানোর মতো বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, ‘এসব কথা মানুষের মুখে শুনেছেন। তবে ঢাকা শহরে যা ইচ্ছা তাই করা সম্ভব নয়।’
তিনি বলেন, ‘আমি নির্বাচন করতে দাঁড়িয়ে কোনো অপরাধ করিনি। এর আগেও বহুবার নির্বাচন করেছি। যারা দুর্বল প্রার্থী তারা অনেক কথা বলবে। এগুলো গায়ে মাখছি না।’
ভোটারদের উদ্দেশে মির্জা আব্বাস বলেন, ‘আমার এলাকার ভোটারদের প্রতি আহ্বান—যেকোনো উস্কানিমূলক কথাবার্তা ও কাজকর্ম থেকে নিজেদের বিরত রাখবেন, কানে তুলবেন না।’
তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘নেতাকর্মীরা সুশৃঙ্খল ও শান্ত থাকবেন এবং কোনো উস্কানিতে পা দেবেন না।’
একই সাথে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান, বিধিমালা লঙ্ঘনের বিষয়গুলোতে নজর দেয়ার জন্য।








