সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘সবাই যেন মতভেদের ঊর্ধ্বে উঠে সামাজিকভাবে পারস্পরিক ভাই, বন্ধু, নাগরিক হিসেবে বসবাস করতে পারি। এ জন্য সবার সহযোগিতা কামনা করছি।’
সোমবার দুপুর ২টায় কক্সবাজারের চকরিয়া পৌরসভার মগবাজারস্থ কমিউনিটি সেন্টার মাঠে আওয়ামী লীগ নেতা চকরিয়া পৌরসভার সাবেক মেয়র আলমগীর চৌধুরীর বাবা সিরাজ আহমদের জানাজায় সালাহউদ্দিন আহমদ এসব কথা বলেন।
তিনি বলেন, সবাইকে মৃত্যুবরণ করতে হবে। জন্মের পরে এটাই মহাসত্য।
এ সময় মরহুমের জানাজায় জামায়াতে ইসলামীর প্রার্থী আবদুল্লাহ আল ফারুক, সাবেক এমপি এ এইচ সালাহউদ্দিন মাহমুদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ হাজারো মুসল্লি অংশ নেন।
উল্লেখ্য, সিরাজ আহমদ রবিবার (১১ জানুয়ারি) রাতে চকরিয়া পৌরসভা ৫ নম্বর ওয়ার্ডের কাহারিয়া ঘোনাস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।








