জিয়াউর রহমান-খালেদা জিয়ার পথেই তারেক রহমান দেশের মানুষের নেতৃত্ব দেবেন : আবদুস সালাম

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক : বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমন মানুষের দোরগোড়ায় রাষ্ট্রের সেবা পৌঁছে দিয়েছিলেন এবং বেগম খালেদা জিয়া যেমন মানুষের ভালোবাসা নিয়ে দেশ পরিচালনা করেছিলেন, ঠিক তেমনভাবেই তারেক রহমানও এ দেশের মানুষের হৃদয়ে পৌঁছে জনগণের নেতৃত্ব দেবেন এবং গণতন্ত্র পুনরুদ্ধার করবেন।

রোববার (১০ জানুয়ারি) দুপুরে রাজধানীর ভাষানী মিলনায়তনে জিয়া মঞ্চ-এর উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আব্দুস সালাম বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ছিলেন একজন সফল নেত্রী ও একজন সফল রাষ্ট্রনায়ক। তিনি বাংলাদেশের ইতিহাসে এমন একটি পরিবারের প্রতিনিধিত্ব করেন, যার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দেশের স্বাধীনতা ঘোষণা করেছেন, দুঃসময়ে রাষ্ট্রের দায়িত্ব নিয়েছেন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

তিনি বলেন, শহীদ জিয়াউর রহমানের শাহাদাতের পর বেগম খালেদা জিয়া বিএনপির দায়িত্ব গ্রহণ করেন এবং দীর্ঘ নয় বছর আপসহীন সংগ্রামের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনার লড়াইয়ে নেতৃত্ব দেন। তিনি যেখানেই নির্বাচন করেছেন, ইতিহাসে কোথাও পরাজয়ের নজির নেই। আজ আমরা তার জন্য আল্লাহর দরবারে দোয়া করছি, যেন মহান আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমরা তার মাগফিরাত কামনা করি।

বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশ আজ এক গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এখনো আমরা প্রকৃত গণতন্ত্র ফিরে পাইনি। তবে আল্লাহর প্রতি আমরা কৃতজ্ঞ, তিনি খালেদা জিয়াকে নেওয়ার আগে এ দেশের ভবিষ্যৎ নেতৃত্ব প্রস্তুত করে যাওয়ার তৌফিক দিয়েছেন। তার সুযোগ্য সন্তান তারেক রহমানকে আজ দেশের মানুষ গ্রহণ করেছে। তিনি যখন দেশে ফিরেছেন, তখন লক্ষ লক্ষ মানুষ তাকে স্বাগত জানিয়েছে।

সালাম বলেন, আজ বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নেই, কিন্তু তিনি তারেক রহমানকে রেখে গেছেন। তারেক রহমানকে রাষ্ট্রক্ষমতায় আনতে পারলেই এ দেশে আবার গণতন্ত্র ও জনগণের মৌলিক অধিকার ফিরে আসবে।

তিনি শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার শাসনামলের কথা স্মরণ করে বলেন, যেভাবে জিয়াউর রহমান মানুষের দোরগোড়ায় রাষ্ট্রের সেবা পৌঁছে দিয়েছিলেন এবং যেভাবে বেগম খালেদা জিয়া মানুষের ভালোবাসা নিয়ে দেশ পরিচালনা করেছিলেন, ঠিক সেভাবেই তারেক রহমানও এ দেশের মানুষের হৃদয়ে পৌঁছে তাদের নেতৃত্ব দেবেন।

আবদুস সালাম বলেন, আমরা আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন তারেক রহমানকে এ দেশের জনগণের সেবা করার সুযোগ, শক্তি ও প্রজ্ঞা দান করেন, যাতে তিনি জনগণের অভাব-অভিযোগ দূর করে একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়েজ উল্লাহ ইকবাল সহ বিভিন্ন পর্যায়ে নেতারা।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» ২০১৭ সালে মির্জা ফখরুলের ওপর হামলা : দ্রুত চার্জশিট দাখিলের নির্দেশ

» ঋণ খেলাপিদের সংসদের বাইরে পাঠাতেই এবারের নির্বাচন: হাসনাত

» গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে: চরমোনাই পীর

» জামায়াত আমিরের সঙ্গে সাবেক মার্কিন স্টেট সেক্রেটারির সাক্ষাৎ

» বিপিএল ছেলের বিধ্বংসী ব্যাটিং নন-স্ট্রাইকে দাঁড়িয়ে দেখলেন নবী

» বিএফডিসি পরিদর্শনে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

» রুল খারিজ, সালিশি কাউন্সিলের অনুমতি ছাড়া আরেকটি বিয়ে নয়

» শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

» গণভোটের মার্কা টিকচিহ্ন : আলী রীয়াজ

» গণভোটে সরকারের প্রচারণা চালানোর ক্ষেত্রে আইনগত বাধা নেই

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জিয়াউর রহমান-খালেদা জিয়ার পথেই তারেক রহমান দেশের মানুষের নেতৃত্ব দেবেন : আবদুস সালাম

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক : বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমন মানুষের দোরগোড়ায় রাষ্ট্রের সেবা পৌঁছে দিয়েছিলেন এবং বেগম খালেদা জিয়া যেমন মানুষের ভালোবাসা নিয়ে দেশ পরিচালনা করেছিলেন, ঠিক তেমনভাবেই তারেক রহমানও এ দেশের মানুষের হৃদয়ে পৌঁছে জনগণের নেতৃত্ব দেবেন এবং গণতন্ত্র পুনরুদ্ধার করবেন।

রোববার (১০ জানুয়ারি) দুপুরে রাজধানীর ভাষানী মিলনায়তনে জিয়া মঞ্চ-এর উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আব্দুস সালাম বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ছিলেন একজন সফল নেত্রী ও একজন সফল রাষ্ট্রনায়ক। তিনি বাংলাদেশের ইতিহাসে এমন একটি পরিবারের প্রতিনিধিত্ব করেন, যার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দেশের স্বাধীনতা ঘোষণা করেছেন, দুঃসময়ে রাষ্ট্রের দায়িত্ব নিয়েছেন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

তিনি বলেন, শহীদ জিয়াউর রহমানের শাহাদাতের পর বেগম খালেদা জিয়া বিএনপির দায়িত্ব গ্রহণ করেন এবং দীর্ঘ নয় বছর আপসহীন সংগ্রামের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনার লড়াইয়ে নেতৃত্ব দেন। তিনি যেখানেই নির্বাচন করেছেন, ইতিহাসে কোথাও পরাজয়ের নজির নেই। আজ আমরা তার জন্য আল্লাহর দরবারে দোয়া করছি, যেন মহান আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমরা তার মাগফিরাত কামনা করি।

বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশ আজ এক গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এখনো আমরা প্রকৃত গণতন্ত্র ফিরে পাইনি। তবে আল্লাহর প্রতি আমরা কৃতজ্ঞ, তিনি খালেদা জিয়াকে নেওয়ার আগে এ দেশের ভবিষ্যৎ নেতৃত্ব প্রস্তুত করে যাওয়ার তৌফিক দিয়েছেন। তার সুযোগ্য সন্তান তারেক রহমানকে আজ দেশের মানুষ গ্রহণ করেছে। তিনি যখন দেশে ফিরেছেন, তখন লক্ষ লক্ষ মানুষ তাকে স্বাগত জানিয়েছে।

সালাম বলেন, আজ বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নেই, কিন্তু তিনি তারেক রহমানকে রেখে গেছেন। তারেক রহমানকে রাষ্ট্রক্ষমতায় আনতে পারলেই এ দেশে আবার গণতন্ত্র ও জনগণের মৌলিক অধিকার ফিরে আসবে।

তিনি শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার শাসনামলের কথা স্মরণ করে বলেন, যেভাবে জিয়াউর রহমান মানুষের দোরগোড়ায় রাষ্ট্রের সেবা পৌঁছে দিয়েছিলেন এবং যেভাবে বেগম খালেদা জিয়া মানুষের ভালোবাসা নিয়ে দেশ পরিচালনা করেছিলেন, ঠিক সেভাবেই তারেক রহমানও এ দেশের মানুষের হৃদয়ে পৌঁছে তাদের নেতৃত্ব দেবেন।

আবদুস সালাম বলেন, আমরা আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন তারেক রহমানকে এ দেশের জনগণের সেবা করার সুযোগ, শক্তি ও প্রজ্ঞা দান করেন, যাতে তিনি জনগণের অভাব-অভিযোগ দূর করে একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়েজ উল্লাহ ইকবাল সহ বিভিন্ন পর্যায়ে নেতারা।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com