বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: দেশনেত্রী সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার বিকেলে বড়াইগ্রামের বনপাড়া পৌর শহরের ৭ নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে হারোয়া রহিমের বটতলা মোড় এলাকায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
বনপাড়া পৌর বিএনপি’র সিনিয়র সহ সভাপতি মো. মকবুল হোসেনের সভাপতিত্বে ও সাবেক ছাত্রদল নেতা মো. আকতার হোসেনের সঞ্চালনায় আয়োজিত মিলাদ মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও জোয়াড়ী ইউপি চেয়ারম্যান আলী আকবর এবং বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নূর বাবুর সহধর্মিনী মহুয়া নূর কচি, বিআরডিবি’র চেয়ারম্যান জামাল উদ্দিন আলী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম। সেখানে দোয়া ও মিলাদ পরিচালনা করেন হারোয়া জামে মসজিদের ইমাম মাহমুদুল হাসান।








