ফাইল ছবি
অনলাইন ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার অগ্রগতি সম্পর্কে আজ ব্রিফিং করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
আজ বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে এ ব্রিফিং অনুষ্ঠিত হবে।
ব্রিফিংয়ে মামলার অগ্রগতি ও তদন্তের সর্বশেষ তথ্য তুলে ধরবেন অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম। এ সময় হত্যা মামলার চার্জশিট দাখিলের বিষয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এদিকে গতকাল সোমবার স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার চার্জশিট আগামী ৭ জানুয়ারির মধ্যেই দাখিল করা হবে। তিনি বলেন, এ মামলায় ইতোমধ্যে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং অন্তর্বর্তী সরকারের মেয়াদকালেই ন্যায়বিচার নিশ্চিত করা হবে।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় মোটরসাইকেলে এসে দুই যুবক শরিফ ওসমান হাদিকে মাথায় গুলি করে পালিয়ে যায়। পরে ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। এরপর তাকে পরিবারের সিদ্ধান্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) চিকিৎসাধীন ছিলেন উসমান হাদি। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ১৫ ডিসেম্বর সিঙ্গাপুরে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়।








