ঢাকা-১৭ আসনের নেতাকর্মীদের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক : ঢাকা-১৭ আসনের স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়সভা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী নির্বাচনে বিএনপি যদি সরকার গঠন করতে পারে, তাহলে এই আসনের অবস্থিত তিনটি বস্তির মানুষদের পুনর্বাসনের পরিকল্পনা নেবেন বলে জানা গেছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের বনানী ও ক্যান্টনমেন্ট থানার নেতাকর্মীদের ও পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় করেন তারেক রহমান। এ সময় স্থানীয় নেতাকর্মীরা নাগরিক সমস্যাগুলো তুলে ধরেন।

যেগুলোর তারেক রহমান নোট নিয়েছেন। একই সঙ্গে নির্বাচনী কাজ করার জন্য বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি।
বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ডা. ফরহাদ হালিম ডোনার জানিয়েছেন, এদিন তারেক রহমান মিলিত হন দলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে। বিশেষ করে ঢাকা-১৭ আসনের সাংগঠনিক অবস্থা পর্যালোচনার পাশাপাশি তিনি কিছু জরুরি নির্দেশনা দিয়েছেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। তিনি বলেন, ‘সভায় পলিসি নির্ভর আলোচনা হয়েছে। ভোটারদের পক্ষ থেকে কী ধরনের সমস্যা রয়েছে সেগুলো আমাদের চেয়ারম্যান নোট নিয়েছেন। ১৭ আসনে দুই শ্রেণির ভোটার রয়েছেন।

এক শ্রেণি হচ্ছে সমাজের উচ্চবিত্ত ব্যক্তিরা। আর আরেক শ্রেণির ভোটার হচ্ছেন নিম্নবিত্ত, যারা খুবই দরিদ্র। এই আসনে কয়েকটি বস্তি রয়েছে। এই দুই ধরনের মানুষদের সমস্যা একদম আলাদা। গুলশান-বনানীর মানুষদের চেয়ে বস্তির মানুষগুলোর সমস্যাও একদম আলাদা।

স্থানীয় সব সমস্যাগুলো বিষয়ে নোট নেওয়া হয়েছে। বিশেষ করে যারা বস্তিতে থাকেন তাদের জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটি নীতি নিয়েছেন। যেসব মানুষ ৩-৫ বছর এই আসনের তিনটি বস্তিতে থাকেন তাদের পুনর্বাসনের কথা বলেছেন। যে জায়গায় তারা বসবাস করছেন সেখানেই পুনর্বাসনের পরিকল্পনার কথা বলেছেন। আর অন্য এলাকায় সমস্যার মধ্যে শব্দ দূষণ, ট্রাফিক য্যাম, নিরাপত্তার বিষয় আছে। সেগুলোকে আলাদা করে নোট করা হয়েছে।’

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» সত্যকে চাপা দেওয়া যায় না, ডিএনএ শনাক্তকরণ প্রসঙ্গে প্রধান উপদেষ্টা

» যারা বিতাড়িত হয়েছে তারা বসে নেই : এম সাখাওয়াত

» তারেক রহমানের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

» ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে বাংলাদেশ অনড়: আসিফ নজরুল

» বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বনপাড়া পৌরশহরে দোয়া ও মিলাদ মাহফিল

» সহকর্মীদের প্রতিবন্ধী সন্তানের শিক্ষা সহায়তায় স্কলারশিপ চালু করল ব্র্যাক ব্যাংক

» ভিভো এক্স৩০০ প্রো: সবার প্রিয় ফ্ল্যাগশিপ

» ২০২৬ সালে তরুণদের দৈনন্দিন ব্যবহারে গুরুত্ব দিচ্ছে স্মার্টফোন ব্র্যান্ডগুলো

» মাওলানা ভাসানীর কবর জিয়ারতের মধ্যদিয়ে কর্মসূচি শুরু করবেন তারেক রহমান

» জকসুর ১৪ কেন্দ্রের ফল: ভিপি পদে ২৪৯ ভোটে এগিয়ে ছাত্রদল

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ঢাকা-১৭ আসনের নেতাকর্মীদের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক : ঢাকা-১৭ আসনের স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়সভা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী নির্বাচনে বিএনপি যদি সরকার গঠন করতে পারে, তাহলে এই আসনের অবস্থিত তিনটি বস্তির মানুষদের পুনর্বাসনের পরিকল্পনা নেবেন বলে জানা গেছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের বনানী ও ক্যান্টনমেন্ট থানার নেতাকর্মীদের ও পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় করেন তারেক রহমান। এ সময় স্থানীয় নেতাকর্মীরা নাগরিক সমস্যাগুলো তুলে ধরেন।

যেগুলোর তারেক রহমান নোট নিয়েছেন। একই সঙ্গে নির্বাচনী কাজ করার জন্য বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি।
বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ডা. ফরহাদ হালিম ডোনার জানিয়েছেন, এদিন তারেক রহমান মিলিত হন দলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে। বিশেষ করে ঢাকা-১৭ আসনের সাংগঠনিক অবস্থা পর্যালোচনার পাশাপাশি তিনি কিছু জরুরি নির্দেশনা দিয়েছেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। তিনি বলেন, ‘সভায় পলিসি নির্ভর আলোচনা হয়েছে। ভোটারদের পক্ষ থেকে কী ধরনের সমস্যা রয়েছে সেগুলো আমাদের চেয়ারম্যান নোট নিয়েছেন। ১৭ আসনে দুই শ্রেণির ভোটার রয়েছেন।

এক শ্রেণি হচ্ছে সমাজের উচ্চবিত্ত ব্যক্তিরা। আর আরেক শ্রেণির ভোটার হচ্ছেন নিম্নবিত্ত, যারা খুবই দরিদ্র। এই আসনে কয়েকটি বস্তি রয়েছে। এই দুই ধরনের মানুষদের সমস্যা একদম আলাদা। গুলশান-বনানীর মানুষদের চেয়ে বস্তির মানুষগুলোর সমস্যাও একদম আলাদা।

স্থানীয় সব সমস্যাগুলো বিষয়ে নোট নেওয়া হয়েছে। বিশেষ করে যারা বস্তিতে থাকেন তাদের জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটি নীতি নিয়েছেন। যেসব মানুষ ৩-৫ বছর এই আসনের তিনটি বস্তিতে থাকেন তাদের পুনর্বাসনের কথা বলেছেন। যে জায়গায় তারা বসবাস করছেন সেখানেই পুনর্বাসনের পরিকল্পনার কথা বলেছেন। আর অন্য এলাকায় সমস্যার মধ্যে শব্দ দূষণ, ট্রাফিক য্যাম, নিরাপত্তার বিষয় আছে। সেগুলোকে আলাদা করে নোট করা হয়েছে।’

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com