সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদনের জন্য ছুটে আসছে মানুষ।
সোমবার (৫ জানুয়ারি) সকাল থেকেই কনকনে শীত উপেক্ষা করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সোমবার সকাল থেকে চলে কুরআন খতমের কর্যক্রম। দুহাত তুলে মোনাজাতে অংশ নেন আগতরা। জানাজায় উপস্থিত থাকতে না পারার আক্ষেপ মেটাতে অনেকেই এসেছেন কবর জিয়ারতের মাধ্যমে শেষ শ্রদ্ধা জানাতে।
শ্রদ্ধা জানাতে আসা একাধিক সাধারণ মানুষ জানান, বেগম খালেদা জিয়ার প্রতি অগাধ ভালোবাসার কারণেই তারা ছুটে এসেছেন।
গত ৩১ ডিসেম্বর স্বামী জিয়াউর রহমানের কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়াকে দাফন করা হয়। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল থেকেই সর্ব সাধারণের প্রবেশ উন্মুক্ত করে দেওয়ার পর থেকেই কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদনের জন্য হাজারও মানুষ ছুটে আসছেন।








