ফাইল ছবি
অনলাইন ডেস্ক : ঘন কুয়াশার কারণে পৌনে ৭ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) সকাল সোয়া ৭টা থেকে এই রুটে ফেরি চলাচল শুরু হয়।
এর আগে দুর্ঘটনা এড়াতে রবিবার দিবাগত রাত সাড়ে ১২টা দিকে সাময়িকভাবে ফেরি সার্ভিস বন্ধ করেছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিআইডাব্লিউটিসির দৌলতদিয়া ঘাট অফিস ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যা থেকে নদী অববাহিকায় হালকা কুয়াশা পড়তে শুরু করে।
সময় বাড়ার সঙ্গে সঙ্গে সেখানে বাড়তে থাকে কুয়াশার ঘনত্ব। এক পর্যায়ে নৌচ্যানেলের বিকনবাতি ও মার্কারপয়েন্ট দৃষ্টি সীমার বাইরে চলে যায়। এমন পরিস্থিতিতে দুর্ঘটনা এড়াতে রাত সাড়ে ১২টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে সকল ফেরি চলাচল সায়িকভাবে বন্ধ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এসময় দৌলতদিয়া ঘাটে ফেরিপারের অপেক্ষায় আটকা পড়ে যাত্রীবাহী বাস, মাইক্রোবাস, প্রাইভেট কার, পণ্যাবহী ট্রাকসহ রাজধানীমুখী পাঁচ শতাধিক বিভিন্ন গাড়ি। পরে কুয়াশা কেটে গেলে আজ সোমবার সকাল সোয়া ৭টা থেকে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডাব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।








