সংসদীয় গণতন্ত্রের স্থপতি ও উদার নেতৃত্বের প্রতীক ছিলেন খালেদা জিয়া: গোলাম পরওয়ার

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক : জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের অন্যতম স্থপতি এবং দল-মতের ঊর্ধ্বে উঠে নেতৃত্ব দেয়া একজন জাতীয় নেত্রী।’

শনিবার (৩ জানুয়ারি) খুলনা প্রেসক্লাবে নাগরিক শোকসভায় এসব কথা বলেন মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, ‘রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা থেকে সংসদীয় গণতন্ত্রে উত্তরণের ঐতিহাসিক প্রক্রিয়ায় তার ভূমিকা জাতির ইতিহাসে অনস্বীকার্য। ক্ষমতার কেন্দ্রে থেকেও বেগম খালেদা জিয়ার নেতৃত্বে অহংকার কিংবা কর্তৃত্ববাদী মনোভাব কখনো প্রকাশ পায়নি।’

গোলাম পরওয়ার জানান, ‘ব্যক্তিগত জীবন ও রাজনৈতিক আচরণ—উভয় ক্ষেত্রেই তিনি ছিলেন সাদাসিধে, সহনশীল ও উদার নেতৃত্বের প্রতীক।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী থাকাকালে খুলনার উন্নয়নে বেগম খালেদা জিয়ার অবদান জেলাবাসী আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, অবকাঠামো উন্নয়ন, জননিরাপত্তা ও প্রশাসনিক বিভিন্ন সিদ্ধান্তে তিনি সরাসরি সময় দিয়েছেন। খুলনার জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়মিত বৈঠকের মাধ্যমে উন্নয়ন বরাদ্দ ও প্রকল্প বাস্তবায়নে তার সক্রিয় ভূমিকার কথাও উঠে আসে আলোচনায়।’

শোকসভায় রাজনৈতিক নেতা, সাংবাদিক, পেশাজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার উদ্যোগে জেলার প্রেসক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে আয়োজিত এই নাগরিক শোকসভায় সভাপতিত্ব করেন এমইউজে খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন এমইউজের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হাসান হিমালয়। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত এবং শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন এমইউজে খুলনার সহ-সভাপতি মো. নূরুজ্জামান।

এমইউজে খুলনার সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা ও সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূরের সঞ্চালনায় শোকসভায় আরও বক্তব্য দেন: খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, মহানগর বিএনপির সভাপতি এস এম শফিকুল আলম মনা, বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মোহাম্মদ মাহফুজুর রহমানসহ রাজনৈতিক, সাংবাদিক ও পেশাজীবী নেতৃবৃন্দ।

শোকসভা শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» স্বৈরাচারকে ‘না’ বলুন গণভোটে ‘হ্যাঁ’ বলুন, ১১ দলের পক্ষে থাকুন : নাহিদ

» ঢাকায় অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাথে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

» ঢাকা-১৭ আসনের নেতাকর্মীদের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়

» মিথেন নিঃসরণ নিয়ন্ত্রণে দৃষ্টান্ত স্থাপন করতে চায় বাংলাদেশ : মৎস্য উপদেষ্টা

» খালেদা জিয়ার আদর্শ অনুসরণ করলেই দেশে গণতন্ত্র ফিরে আসবে : আবদুস সালাম

» পদত্যাগের পর থেকে চুপ থাকতে বলা হচ্ছে: তাজনূভা জাবীন

» অস্ত্র ও মাদক উদ্ধার, আটক ১

» সাহস থাকলে আমাকে ধরে নিয়ে যান, ট্রাম্পকে কলম্বিয়ার প্রেসিডেন্ট

» নির্বাচন নিয়ে সন্দেহ ও সংশয় ছড়ানোদের নজরদারিতে রেখেছে সরকার : প্রেস সচিব

» হাদির ওপর গুলি চালানো ফয়সালের অবস্থান জানাল ডিবি

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সংসদীয় গণতন্ত্রের স্থপতি ও উদার নেতৃত্বের প্রতীক ছিলেন খালেদা জিয়া: গোলাম পরওয়ার

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক : জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের অন্যতম স্থপতি এবং দল-মতের ঊর্ধ্বে উঠে নেতৃত্ব দেয়া একজন জাতীয় নেত্রী।’

শনিবার (৩ জানুয়ারি) খুলনা প্রেসক্লাবে নাগরিক শোকসভায় এসব কথা বলেন মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, ‘রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা থেকে সংসদীয় গণতন্ত্রে উত্তরণের ঐতিহাসিক প্রক্রিয়ায় তার ভূমিকা জাতির ইতিহাসে অনস্বীকার্য। ক্ষমতার কেন্দ্রে থেকেও বেগম খালেদা জিয়ার নেতৃত্বে অহংকার কিংবা কর্তৃত্ববাদী মনোভাব কখনো প্রকাশ পায়নি।’

গোলাম পরওয়ার জানান, ‘ব্যক্তিগত জীবন ও রাজনৈতিক আচরণ—উভয় ক্ষেত্রেই তিনি ছিলেন সাদাসিধে, সহনশীল ও উদার নেতৃত্বের প্রতীক।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী থাকাকালে খুলনার উন্নয়নে বেগম খালেদা জিয়ার অবদান জেলাবাসী আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, অবকাঠামো উন্নয়ন, জননিরাপত্তা ও প্রশাসনিক বিভিন্ন সিদ্ধান্তে তিনি সরাসরি সময় দিয়েছেন। খুলনার জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়মিত বৈঠকের মাধ্যমে উন্নয়ন বরাদ্দ ও প্রকল্প বাস্তবায়নে তার সক্রিয় ভূমিকার কথাও উঠে আসে আলোচনায়।’

শোকসভায় রাজনৈতিক নেতা, সাংবাদিক, পেশাজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার উদ্যোগে জেলার প্রেসক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে আয়োজিত এই নাগরিক শোকসভায় সভাপতিত্ব করেন এমইউজে খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন এমইউজের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হাসান হিমালয়। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত এবং শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন এমইউজে খুলনার সহ-সভাপতি মো. নূরুজ্জামান।

এমইউজে খুলনার সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা ও সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূরের সঞ্চালনায় শোকসভায় আরও বক্তব্য দেন: খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, মহানগর বিএনপির সভাপতি এস এম শফিকুল আলম মনা, বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মোহাম্মদ মাহফুজুর রহমানসহ রাজনৈতিক, সাংবাদিক ও পেশাজীবী নেতৃবৃন্দ।

শোকসভা শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com