সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়েই দেশের মানুষ তাদের হারানো ভোটাধিকার ফিরে পেয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির মনোনীত প্রার্থী (অব.) মেজর হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম। তিনি বলেন, টানা প্রায় ১৬ বছর দেশের জনগণ ভোটাধিকার প্রয়োগের সুযোগ থেকে বঞ্চিত ছিল। এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে জনগণের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে।
শনিবার (৩ই জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
মেজর হাফিজ উদ্দিন বলেন, “জুলাই যোদ্ধারা দেশের ওপর চেপে বসা মাফিয়া সরকারকে বিদায় করে একটি গ্রহণযোগ্য নির্বাচনী পরিবেশ নিশ্চিত করেছেন। ফলে জনগণ এবার তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পাবে।” তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের চেয়ারম্যানের নেতৃত্বে দায়িত্ব গ্রহণ করে দেশ পরিচালনার সুস্পষ্ট রূপরেখা দিয়েছেন। ‘আই হ্যাভ এ প্ল্যান’—এই পরিকল্পনার আওতায় ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের উন্নয়ন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং সব শ্রেণি-পেশার মানুষের স্বাধীনতা নিশ্চিত করা হবে বলে জানান তিনি।
এদিকে, ভোলা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ডা. শামীম রহমান জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৩ (১১৭) আসন থেকে মোট ৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন—বিএনপির মেজর হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম), জাতীয় পার্টির কামাল হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোসলেহউদ্দিন আহম্মেদ, গণঅধিকার পরিষদের আবু তৌয়্যব, স্বতন্ত্র প্রার্থী রহমত উল্ল্যাহ এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির নিজামুল হক।
যাচাই-বাছাই শেষে সাংসদীয় আসনের মোট ভোটারের এক শতাংশ ভোটারের স্বাক্ষরিত তালিকার সত্যতা যাচাইয়ে ঘাটতি থাকায় স্বতন্ত্র প্রার্থী রহমত উল্ল্যাহর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা।








