সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : সুইজারল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় আল্পস পর্বতমালার একটি বিলাসবহুল স্কি রিসোর্টে ইংরেজি নববর্ষের পার্টির সময় ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে বেশ কয়েকজন নিহত হয়েছেন।
স্থানীয় সময় ১ জানুয়ারি দিবাগত রাত দেড়টার দিকে ভ্যালাইস ক্যান্টনের ক্রানস-মনটানা রিসোর্টের ‘লে কনস্টেলেশন’ লাউঞ্জ বারে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ভ্যালাইস পুলিশ জানিয়েছে, নববর্ষের উদযাপন চলাকালীন হঠাৎ করেই বারটিতে আগুন ছড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে বিস্ফোরণের ঘটনা ঘটে।
এই ঘটনায় এখন পর্যন্ত সুনির্দিষ্ট নিহতের সংখ্যা নিশ্চিত না করলেও পুলিশ জানিয়েছে, বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন এবং অনেকেই গুরুতর আহত হয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা গেছে, বারটির ভেতর থেকে আগুনের লেলিহান শিখা বেরিয়ে আসছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কনসার্ট চলাকালীন আতশবাজি থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো কারণ নিশ্চিত করেনি।
রাজধানী বার্ন থেকে প্রায় দুই ঘণ্টা দূরত্বের এই জনপ্রিয় পর্যটন কেন্দ্রে দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজ শুরু হয়েছে। ক্ষতিগ্রস্তদের পরিবারের সদস্যদের সহায়তার জন্য পুলিশের পক্ষ থেকে জরুরি হেল্পলাইন খোলা হয়েছে।
সূত্র: বিবিসি, সিএনএন








