সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : গ্রিসের রাজধানী এথেন্সে সড়ক দুর্ঘটনায় হান্নান হাওলাদার নামে এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় এথেন্সের হালান্দ্রী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হান্নান হাওলাদার পেশায় একজন ডেলিভারি ম্যান ছিলেন। তিনি মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের কুচিয়ামোড়া এলাকার বাসিন্দা এবং লতিফ হাওলাদারের ছেলে।
এথেন্সের হালান্দ্রী এলাকায় ডেলিভারি মোটরসাইকেল চালানোর সময় একটি প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন হান্নান হাওলাদার। পরে আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তৃপক্ষ মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে গ্রিস ট্রাফিক পুলিশ তদন্ত শুরু করেছে। ইতোমধ্যে দুর্ঘটনায় জড়িত গাড়ির চালককে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে এথেন্সে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। হান্নান হাওলাদারের মৃত্যুতে গ্রিসে বসবাসরত বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। সূএ : বাংলাদেশ প্রতিদিন








