সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : বাংলাদেশের কোনো সরকারই সমালোচনামূলক সংবাদ সহজভাবে নিতে পারে না বলে মন্তব্য করেছেন দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে আজ রোববার বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।
মাহফুজ আনাম বলেন, ‘সত্যিকার অর্থে নতুন বাংলাদেশ যদি করতে হয়, সেখানে মিডিয়ার নতুন পরিবেশ তৈরি করতে হবে। বাংলাদেশ এই মুহূর্তে একটা বিধ্বস্ত একটা জায়গায় আছে। প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে। বাংলাদেশের ৫৩ বছরের ইতিহাসে কোনো গণমাধ্যমের অফিস আগুনে জ্বালিয়ে দেওয়া হয়নি। প্রথম ডেইলি স্টার ও প্রথম আলোর অফিসে আগুন জ্বালানো হলো। এটা নিয়ে সব মিডিয়ার প্রশ্ন করা উচিত।’
তিনি বলেন, ‘আমি ভবিষ্যতের দিকে তাকাতে চাই। গণমাধ্যম ও রাজনৈতিক নেতৃত্বের মধ্যে একটি সম্মানজনক ও দায়িত্বশীল সম্পর্ক গড়ে তোলা প্রয়োজন। এর জন্য মতপ্রকাশের স্বাধীনতা প্রথম ধাপ, কিন্তু এর চেয়ে গুরুত্বপূর্ণ হলো সমালোচনামূলক মতপ্রকাশের স্বাধীনতা। ক্ষমতায় না থাকলে মিডিয়ার প্রতি উদার থাকা সহজ, কিন্তু ক্ষমতায় গেলে আপনি সমালোচনা কতটা গ্রহণ করেন—সেটাই আসল পরীক্ষা।’
‘আমাদের এই ৫৩ বছরের অভিজ্ঞতা হলো, কোনো সরকার সমালোচনামূলক সাংবাদিকতা গ্রহণ করে না। আমি আশা করব নতুন বাংলাদেশে আপনারা সমালোচনা নিতে পারবেন,’ বলেন মাহফুজ আনাম।
তিনি আরও বলেন, ‘সমালোচনামূলক সাংবাদিকতা শুধু স্বাধীন সাংবাদিকতার বিষয় নয়, বরং সুশাসনের জন্য প্রয়োজন। আপনি যদি সত্য কথা শুনতে না চান, তাহলে আপনি ভুল করবেন।’
‘আমরা সমালোচনা করব আপনাদের ভালোর জন্য। আমরা কেন শুধু শুধু মিথ্যা তথ্য দিয়ে সমালোচনা করব। আমি সমালোচনার উদ্দেশ্য থাকবে সরকার যেন সত্যিকার অর্থে গণতন্ত্রের দিকে যায়,’ যোগ করেন তিনি।








