ফাইল ছবি
অনলাইন ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও বিপ্লবী জুলাইযোদ্ধা শরীফ ওসমান হাদির ইন্তিকালে ২ দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী।
শুক্রবার (১৯ ডিসেম্বর) দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।
বৈঠক থেকে শনিবার (২০ ডিসেম্বর) ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠান করার জন্য দেশের জেলা/মহানগরী শাখা সংগঠনের প্রতি আহ্বান জানানো হয়।
আর পরদিন রবিবার (২১ ডিসেম্বর) সকাল ১০টায় রাজধানী ঢাকার মগবাজারস্থ আল-ফালাহ মিলনায়তনে কেন্দ্রীয় সংগঠনের উদ্যোগে অনুরূপ দোয়া অনুষ্ঠান করা হবে বলে জানানো হয়েছে।








