সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : রাশিয়ার সঙ্গে যুদ্ধের অবসান ঘটাতে বার্লিনে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে পাঁচ ঘণ্টাব্যাপী আলোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আলোচনায় তিনি ন্যাটো সামরিক জোটে যোগদানের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ত্যাগ করার প্রস্তাব দিয়েছেন। এই আলোচনা সোমবারও চালিয়ে যাওয়ার কথা রয়েছে।
মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, বৈঠকে ‘অনেক অগ্রগতি হয়েছে’, যদিও বিস্তারিত প্রকাশ করা হয়নি। ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারও আলোচনায় অংশগ্রহণ করেন।
জেলেনস্কির উপদেষ্টা দিমিত্রি লিটভিন বলেন, ‘তারা পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে আলোচনা চালিয়েছেন এবং সোমবার সকালে পুনরায় শুরু করার চুক্তি হয়েছে।’ আলোচনায় দ্বিপাক্ষিক নিরাপত্তা গ্যারান্টি, অর্থনৈতিক এজেন্ডা এবং শান্তি প্রস্তাবের বিভিন্ন দিক নিয়ে গভীর আলোচনা হয়েছে।
জেলেনস্কি বলেন, ‘শুরু থেকেই আমাদের লক্ষ্য ছিল ন্যাটোতে যোগদান, যার ফলে প্রকৃত নিরাপত্তা নিশ্চিত করে। তবে বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় অংশীদারদের সঙ্গে দ্বিপাক্ষিক নিরাপত্তা গ্যারান্টি এবং অন্যান্য দেশের সহায়তায় রাশিয়ার পুনরায় আক্রমণ বন্ধ করা সম্ভব।’
জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ আলোচনার আয়োজন করেছেন। তিনি সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার পর দুই পক্ষকে আলোচনায় বসতে দিয়ে সেখান থেকে চলে যান। সোমবার ইউরোপীয় নেতারা বার্লিনে এসে আলোচনায় অংশ নেওয়ার কথা রয়েছে। সূত্র : রয়টার্স







