হাসপাতালে মির্জা আব্বাসের উপস্থিতিতে কুরুচিপূর্ণ স্লোগান উদ্দেশ্যপ্রণোদিত: ইশরাক

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক : সাম্প্রতিক ঘটনাবলির প্রসঙ্গ টেনে বিএনপি মনোনীত ঢাকা ৬ আসনের প্রার্থী ইশরাক হোসেন অভিযোগ করেছেন, আহত হাদিকে দেখতে হাসপাতালে গেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের উপস্থিতিতে কুরুচিপূর্ণ স্লোগান দেওয়া হয়, অথচ জামায়াতের আমির গেলে নাড়াই তকবির স্লোগান শোনা যায়। তার মতে, এই ঘটনা রাজনৈতিক বিভাজন ও উদ্দেশ্যপ্রণোদিত কর্মকাণ্ডেরই ইঙ্গিত দেয়।

তিনি বলেন, এই কথাগুলো আমি বলছি না ইনকিলাব মঞ্চের একজন নেতা এই কথাগুলো বলেছেন।

শনিবার (১৩ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

ইশরাক হোসেন বলেন, গোয়েন্দা সংস্থা, সশস্ত্র বাহিনী ও পুরো প্রশাসন এতদিন কী করল? তাদের কাছে কি তথ্য নেই? নাকি প্রশাসনের ভেতরে কেউ কেউ এখনো এদের সহযোগিতা করছে? শেখ হাসিনা ও আওয়ামী লীগের শীর্ষ নেতারা পালিয়ে গেলেও প্রশাসনের বিভিন্ন সেক্টরে তাদের মাফিয়া সহযোগীরা রয়ে গেছে।

তিনি অভিযোগ করেন, প্রশাসন ও আমলাতন্ত্র সংস্কারে সরকার কার্যকর উদ্যোগ নেয়নি, যার প্রতিফলন বর্তমান পরিস্থিতিতে দেখা যাচ্ছে। তবে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরকারের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়ে বলেছেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের পথ সুগম করতে বিএনপি সর্বাত্মক সহযোগিতা করবে।

ইশরাক হোসেন আরও বলেন, কোনো অপমানজনক কর্মকাণ্ড হলে আমরা সেটাকে দলের ওপর আঘাত হিসেবেই দেখি। যারা বিভ্রান্তিকর ও নোংরা রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন, তাদের সংযত হওয়া উচিত। আবেগে কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া যাবে না।

তিনি বলেন, বিএনপি তাদের মূল শত্রু হিসেবে আওয়ামী লীগকেই চিহ্নিত করেছে। এই শক্তিই দেশে অস্থিতিশীলতা তৈরি করে আবারও ক্ষমতা দখলের চেষ্টা করছে। তা মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি আরও দাবি করেন, শেখ হাসিনার ফাঁস হওয়া বিভিন্ন অডিও বার্তায় সরাসরি হত্যার নির্দেশের প্রমাণ রয়েছে এবং এতে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা স্পষ্ট। আওয়ামী লীগের প্রশিক্ষিত ইউনিট মাঠে নামানো হচ্ছে। পাশাপাশি জামায়াতের কিছু নেতা নোংরা রাজনীতিতে লিপ্ত- তাদের সংযত রাখার দায়িত্ব জামায়াত নেতাদেরই নিতে হবে বলে জানান তিনি।

ইশরাক হোসেন বলেন, আওয়ামী লীগ কখনোই নিজেদের বাদ দিয়ে নির্বাচন হতে দেবে না। তাই দেশের বর্তমান পরিস্থিতি একটি গভীর ষড়যন্ত্রের অংশ। বিভিন্ন প্রার্থীকে টার্গেট করা হচ্ছে, কিন্তু এতে কোনো লাভ হবে না।

হাদির ওপর হামলার ঘটনায় সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে দাবি করে তিনি বলেন, হাদি আগে থেকেই সামাজিকমাধ্যমে হুমকির কথা জানালেও গোয়েন্দা সংস্থাগুলো প্রয়োজনীয় তৎপরতা দেখায়নি।

শেষে তিনি বলেন, এই ঘটনার পর ভয় পাওয়ার কিছু নেই। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এর মোকাবিলা করব। দেশের সব প্রার্থী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তার পূর্ণ দায়িত্ব সরকারের ওপর।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» ওসমান হাদীর সুস্থতার জন্য দেশব্যাপী দোয়ার আহ্বান হেফাজতের

» হাসপাতালে মির্জা আব্বাসের উপস্থিতিতে কুরুচিপূর্ণ স্লোগান উদ্দেশ্যপ্রণোদিত: ইশরাক

» আমার সবকিছুর বিনিময়ে হলেও আল্লাহ আপনি হাদিকে ফিরিয়ে দিন: মাহমুদুর রহমান

» ‘এত মানুষের দোয়া, ইনশাআল্লাহ্ ফিরবে আমাদের সিংহহৃদয় হাদি’: আসিফ নজরুল

» দেশের বাজারে বাড়লো স্বর্ণের দাম

» ডিএমপি কমিশনারে নামে ভুয়া ফটোকার্ড প্রচারকারীদের আইনের আওতায় আনা হবে

» আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

» রুহুল কবীর রিজভীর দুঃখ প্রকাশ

» বিশেষ অভিযানে মোট ১ হাজার ৫০৬ জন গ্রেফতার

» চারদিকে লাখো হাদি, তারা ভয় পায় না আমিও না: প্রেস সচিব

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

হাসপাতালে মির্জা আব্বাসের উপস্থিতিতে কুরুচিপূর্ণ স্লোগান উদ্দেশ্যপ্রণোদিত: ইশরাক

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক : সাম্প্রতিক ঘটনাবলির প্রসঙ্গ টেনে বিএনপি মনোনীত ঢাকা ৬ আসনের প্রার্থী ইশরাক হোসেন অভিযোগ করেছেন, আহত হাদিকে দেখতে হাসপাতালে গেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের উপস্থিতিতে কুরুচিপূর্ণ স্লোগান দেওয়া হয়, অথচ জামায়াতের আমির গেলে নাড়াই তকবির স্লোগান শোনা যায়। তার মতে, এই ঘটনা রাজনৈতিক বিভাজন ও উদ্দেশ্যপ্রণোদিত কর্মকাণ্ডেরই ইঙ্গিত দেয়।

তিনি বলেন, এই কথাগুলো আমি বলছি না ইনকিলাব মঞ্চের একজন নেতা এই কথাগুলো বলেছেন।

শনিবার (১৩ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

ইশরাক হোসেন বলেন, গোয়েন্দা সংস্থা, সশস্ত্র বাহিনী ও পুরো প্রশাসন এতদিন কী করল? তাদের কাছে কি তথ্য নেই? নাকি প্রশাসনের ভেতরে কেউ কেউ এখনো এদের সহযোগিতা করছে? শেখ হাসিনা ও আওয়ামী লীগের শীর্ষ নেতারা পালিয়ে গেলেও প্রশাসনের বিভিন্ন সেক্টরে তাদের মাফিয়া সহযোগীরা রয়ে গেছে।

তিনি অভিযোগ করেন, প্রশাসন ও আমলাতন্ত্র সংস্কারে সরকার কার্যকর উদ্যোগ নেয়নি, যার প্রতিফলন বর্তমান পরিস্থিতিতে দেখা যাচ্ছে। তবে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরকারের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়ে বলেছেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের পথ সুগম করতে বিএনপি সর্বাত্মক সহযোগিতা করবে।

ইশরাক হোসেন আরও বলেন, কোনো অপমানজনক কর্মকাণ্ড হলে আমরা সেটাকে দলের ওপর আঘাত হিসেবেই দেখি। যারা বিভ্রান্তিকর ও নোংরা রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন, তাদের সংযত হওয়া উচিত। আবেগে কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া যাবে না।

তিনি বলেন, বিএনপি তাদের মূল শত্রু হিসেবে আওয়ামী লীগকেই চিহ্নিত করেছে। এই শক্তিই দেশে অস্থিতিশীলতা তৈরি করে আবারও ক্ষমতা দখলের চেষ্টা করছে। তা মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি আরও দাবি করেন, শেখ হাসিনার ফাঁস হওয়া বিভিন্ন অডিও বার্তায় সরাসরি হত্যার নির্দেশের প্রমাণ রয়েছে এবং এতে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা স্পষ্ট। আওয়ামী লীগের প্রশিক্ষিত ইউনিট মাঠে নামানো হচ্ছে। পাশাপাশি জামায়াতের কিছু নেতা নোংরা রাজনীতিতে লিপ্ত- তাদের সংযত রাখার দায়িত্ব জামায়াত নেতাদেরই নিতে হবে বলে জানান তিনি।

ইশরাক হোসেন বলেন, আওয়ামী লীগ কখনোই নিজেদের বাদ দিয়ে নির্বাচন হতে দেবে না। তাই দেশের বর্তমান পরিস্থিতি একটি গভীর ষড়যন্ত্রের অংশ। বিভিন্ন প্রার্থীকে টার্গেট করা হচ্ছে, কিন্তু এতে কোনো লাভ হবে না।

হাদির ওপর হামলার ঘটনায় সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে দাবি করে তিনি বলেন, হাদি আগে থেকেই সামাজিকমাধ্যমে হুমকির কথা জানালেও গোয়েন্দা সংস্থাগুলো প্রয়োজনীয় তৎপরতা দেখায়নি।

শেষে তিনি বলেন, এই ঘটনার পর ভয় পাওয়ার কিছু নেই। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এর মোকাবিলা করব। দেশের সব প্রার্থী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তার পূর্ণ দায়িত্ব সরকারের ওপর।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com