সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদি নিজেই শ্বাস নিতে পারছেন বলে জানিয়েছেন মঞ্চ ২৪ এর আহ্বায়ক ফাহিম ফারুকী। তিনি জানিয়েছেন তার স্বাস্থ্যের সামান্য উন্নতি হয়েছে।
শনিবার ( ১৩ ডিসেম্বর) সকালে এভারকেয়ারের ভেতরে ওসমান হাদীর পরিবারের সঙ্গে দেখা করার পর এসব তথ্য জানান তিনি। পরিবারের বরাত দিয়ে ফাহিম ফারুকী জানান, এখনও কোনো কিছুই জানায়নি চিকিৎসক। তবে এভারকেয়ারে তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে আগের চেয়ে হাদির স্বাস্থ্যের কিছুটা উন্নতি হয়েছে।
মঞ্চ ২৪ এর আহ্বায়ক জানান, নিজেই শ্বাস নিতে পারছেন ওসমান হাদী। রক্ত নিতেও পারছেন তিনি। তার স্বাস্থ্যের সামান্য উন্নতি হয়েছে। ফাহিম আরও জানা, উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত বিদেশে নেও আহ্বান জানিয়েছে তার পরিবার।
শুক্রবার দুপুর আড়াইটার দিকে বিজয়নগর কালভার্ট রোড দিয়ে রিকশায় যাওয়ার সময় দুজন মোটরসাইকেলে এসে ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যায়। কানের বাম পাশে এক রাউন্ড গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গুলি লাগার পর হাদিকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে গতকাল রাতেই এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় হাদিকে।
এ ঘটনার পর থেকে সারা দেশে বিক্ষোভ করেন বিএনপি, এনসিপি, জামায়াতসহ হাদির সময়র্থকেরা।







