ঢাকা, ১১ ডিসেম্বর, ২০২৫: এতদিন টেলিফটো ফটোগ্রাফি মানেই ছিল দামি ডিএসএলআর ক্যামেরা, অত্যাধুনিক লেন্স এবং ভারী সরঞ্জামের ঝামেলা। সেই ধারণা বদলে দিতে প্রস্তুত গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ভিভো। বিখ্যাত অপটিকস প্রস্তুতকারক জাইস- এর সঙ্গে যৌথভাবে নিয়ে এসেছে ভিভো এক্স৩০০ প্রো ও জাইস ২.৩৫এক্স টেলিফটো এক্সটেন্ডার কিট। এখন লাখ টাকা খরচ ছাড়াই হাতে থাকা এক্স৩০০ প্রো দিয়েই দিব্যি করা যাচ্ছে পেশাদার ওয়াইল্ডলাইফ ও লং-ডিস্ট্যান্স ফটোগ্রাফি।
জাইস-এর সহযোগিতায় তৈরি এই কিট ফোনের জুম ক্ষমতা বাড়ায় ২০০ গুণ পর্যন্ত।
ভিভো এক্স৩০০ প্রো-তে আছে ২০০ মেগাপিক্সেল জাইস এপিও টেলিফটো ক্যামেরা ও ৫০ মেগাপিক্সেল জাইস গিম্বল-গ্রেড ক্যামেরা, যা দূরের বিষয় জুম করলেও ছবি থাকে স্থির ও পরিষ্কার। ফোনটিতে জাইস ২.৩৫এক্স টেলিফটো এক্সটেন্ডার কিট যুক্ত হলে পাওয়া
যায় ২০০ মিমি টেলিফটো রেঞ্জ। ফলে দূরের দৃশ্য, স্টেজ শো বা চলমান মুহূর্ত আরও স্পষ্টভাবে ফ্রেমবন্দি করে।
এছাড়াও, এক্স৩০০ প্রো-এর ২০০ মেগাপিক্সেল ক্যামেরার এইচপিবি সেন্সরকে পুরোপুরি কাজে লাগিয়ে এই এক্সটেন্ডার কিট উচ্চ রেজোলিউশনের ছবি নিশ্চিত করে।
এক্স৩০০ প্রো-তে রয়েছে ১২০ এফপিএস পর্যন্ত ফোরকে ভিডিও রেকর্ডিং সুবিধা। এক্সটেন্ডার কিট যুক্ত করে মোশন শট, স্টেজ শট বা ওয়াইল্ডলাইফ ভিডিও আরও স্থির ও স্পষ্টভাবে ধারণ করা যায়। উন্নত ইমেজিং কোয়ালিটির জন্য এক্স৩০০ প্রো-তে আছে ডেডিকেটেড ভিথ্রি+ চিপ, যা কিটের সহযোগিতায় প্রতিটি ছবি ও ভিডিওতে যোগ করে প্রফেশনাল ডেপথ ও ডিটেইল।
এক্সটেন্ডার কিটটির ওজন মাত্র ২১০ গ্রাম হওয়ায় এটি একদম হালকা ও সহজে বহনযোগ্য। এটি দিয়ে ন্যূনতম ১ মিটার ফোকাস দূরত্বে কাছের বস্তু থেকেও সূক্ষ্ম ডিটেইল ধারণ করা যায়। এছাড়া এতে আছে ২৩০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি দীর্ঘ সময় স্থায়ী পারফরম্যান্স নিশ্চিত করে।
এক্স৩০০ প্রো-এর জন্য বিশেষভাবে তৈরি এই গ্রিপ কিটে আছে টাইপ-সি পোর্ট। যা, দ্রুত সংযোগ এবং প্রফেশনাল হ্যান্ডলিং নিশ্চিত করে। এছাড়াও, ফটো ও ভিডিও শুটিংয়ের জন্য গ্রিপে জুম লিভার, কন্ট্রোল ডায়াল, শাটার এবং ভিডিও রেকর্ডিং বাটন আছে। এছাড়াও,
কিটের সাথে থাকছে ফিল্টার অ্যাডাপ্টার রিং, ডেকোরেটিভ রিং, ফোন কেস, নেক স্ট্র্যাপ এবং কুইক-রিলিজ হুক। যা, বাইরে শুটিংয়ের জন্য নিরাপদে বহন এবং সহজেই ব্যবহারে দেয় পূর্ণ অভিজ্ঞতা।
ফটোগ্রাফিতে ব্যক্তিগত স্টাইল যোগ করে প্রফেশনাল কাজকে নতুন মাত্রা দিবে ভিভো এক্স৩০০ প্রো এবং জাইস ২.৩৫এক্স টেলিফটো এক্সটেন্ডার কিট। দেশের বাজারে এক্স৩০০ প্রো পাওয়া যাচ্ছে ১৬ জিবি + ৫১২ জিবি ভ্যারিয়েন্টে, যার মূল্য ১,৪৯,৯৯৯ টাকা। সাথে জাইস টেলিফটো এক্সটেন্ডার কিটের মূল্য ২৮,৯৯৯ টাকা।
ভিভো প্রসঙ্গ :ভিভো একটি প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান যা মানুষের চাহিদাকে প্রাধান্য দিয়ে স্মার্ট ডিভাইস ও ইন্টেলিজেন্ট সার্ভিসের মাধ্যমে পণ্য উৎপাদন করে। মানুষ আর ডিজিটাল ওয়ার্ল্ডের মধ্যে সেতুবন্ধন তৈরি করাই প্রতিষ্ঠানটির উদ্দেশ্য। অনন্য সৃজনশীলতারমাধ্যমে ভিভো ব্যবহারকারীদের হাতে যথোপযুক্ত স্মার্টফোন ও ডিজিটাল আনুষাঙ্গিক তুলে দিচ্ছে।
প্রতিষ্ঠানের মূল্যবোধকে অনুসরণ করে ভিভো টেকসই উন্নয়ন কৌশল বাস্তবায়ন করেছে; সমৃদ্ধ ও দীর্ঘস্থায়ী বিশ্বমানের প্রতিষ্ঠান হওয়াই যার ভিশন।
স্থানীয় মেধাবী কর্মীদের নিয়োগ ও উন্নয়নের মাধ্যমে শেনজেন, ডনগান, নানজিং, বেজিং, হংঝু, সাংহাই, জিয়ান, তাইপে, টোকিও এবং সান ডিয়াগো এই ১০টি গবেষণা ও উন্নয়ন কেন্দ্রে (আরএন্ডডি) কাজ করছে ভিভো। যা স্টেট-অফ-দ্য-আর্ট কনজ্যুমার টেকনোলজির
উন্নয়ন, ফাইভজি, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন, ফটোগ্রাফি এবং আসন্ন প্রযুক্তির ওপর কাজ করে যাচ্ছে।
চীন, দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ায় ভিভোর পাঁচটি প্রোডাকশন হাব আছে (ব্র্যান্ড অথোরাইজড ম্যানুফ্যাকচারিং সেন্টারসহ) যেখানে বছরে প্রায় ২০০ মিলিয়ন স্মার্টফোন বানানোর সামর্থ্য আছে। এখন পর্যন্ত ৬০টিরও বেশি দেশে বিক্রয়ের নেটওয়ার্ক আছে ভিভোর
এবং বিশ্বজুড়ে ৪০০ মিলিয়নের বেশি ভিভো স্মার্টফোন ব্যবহারকারী রয়েছে।
//বিস্তারিত জানতে যোগাযোগ: তপু রানী সাহা, ইনফো পাওয়ার, ০১৮৪২০৫০১৬২







