বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে আন্তজার্তিক মানবাধিকার সংস্থা আসক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের ন্যায্য বাজার ডট কম পরিচালক হাসিদুল ইসলাম। বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ফাউন্ডেশনের জেলা সহ-সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়া সম্পাদক সাইদুল ইসলাম সৌরভ।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা যুগ্ন সম্পাদক জাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক মোজাফফর হোসেন, অর্থ সম্পাদক আবু মুসা, প্রচার সম্পাদক এনামূল হক, গুরুদাসপুর উপজেলা সভাপতি দুলাল শেখ, সম্পাদক নাজমূল হক, বড়াইগ্রাম উপজেলা সভাপতি আব্দুল আলীম, সম্পাদক আব্দুস সোবাহান, নারী ও শিশু বিষয়ক সম্পাদক জান্নাতুল মদিনা ও সমাজসেবা সম্পাদক সেলিনা আক্তার বক্তব্য রাখেন।







