সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : জাপানে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর বেশ কয়েকটি বাড়িঘরে আগুনের ঘটনা ঘটেছে। এছাড়া ভূমিকম্পে অন্তত ৩৩ জন আহত হয়েছেন বলে জানা গেছে। ভূমিকম্পের পর দেশটির বিভিন্ন অঞ্চলে সুনামি সতর্কতা জারি হলেও পরে তা প্রত্যাহার করা হয়েছে।
স্থানীয় সময় সোমবার গভীর রাতে আঘাত হানা এই ভূমিকম্পে ভয় পেয়ে ঘরবাড়ি ছেড়ে বাইরে বের হয়ে আসে হাজারো মানুষ। অওমোরি প্রশাসন জানিয়েছে, ভূমিকম্পে প্রায় ২ হাজার ৭০০ বাড়ির বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। জাপান আবহাওয়া সংস্থা জানায়, ভূমিকম্পের কেন্দ্র ছিল উপকূল থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে এবং ভূগর্ভের ৫০ কিলোমিটার গভীরে।
জাপানের প্রধানমন্ত্রী সানাই তাকাইচি ক্ষতিগ্রস্তদের সতর্ক করে বলেন, আবারও ভূমিকম্প হতে পারে। তাই ঘরের প্রয়োজনীয় আসবাবপত্র নিরাপদে রাখুন এবং প্রয়োজনে দ্রুত সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিন। বিশেষজ্ঞরাও জানিয়েছেন, মূল ভূমিকম্পের পর শক্তিশালী আফটার শকের ঝুঁকি রয়েছে আগামী এক সপ্তাহ। সূত্র: বিবিসি, এপি







