অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে : গত ২১ নভেম্বর ভূমিকম্পে বরিশালের আগৈলঝাড়া উপজেলার ৫টি ইউনিয়নের ৯৭টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ২২টি প্রাথমিক বিদ্যালয় ক্ষতিগ্র¯’ হয়েছে। এরমধ্যে ৪টি প্রাথমিক বিদ্যালয় বেশী ক্ষতিগ্র¯’ হয়েছে। ক্ষতিগ্র¯’ বিদ্যালয়গুলোর তালিকা তৈরী করে সংস্কারের জন্য উর্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে বলে জানান উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ২১ নভেম্বর ভুমিকম্পে সারাদেশের বিভিন্ন ¯’ানের ন্যায় আগৈলঝাড়া উপজেলায় বেশ কয়েকটি সরকারী প্রাথমিক বিদ্যালয় ক্ষতিগ্র¯’ হয়েছে। উপজেলার ৫টি ইউনিয়নের মধ্যে সরকারী ৯৭টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ২২টি প্রাথমিক বিদ্যালয় ক্ষতিগ্র¯’ হয়েছে। এরমধ্যে গৈলা নোনাপুকুরপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়, অশোকসেন সরকারী প্রাথমিক বিদ্যালয়, তালতারমাঠ সরকারী প্রাথমিক বিদ্যালয় ও দক্ষিণ বাগধা সরকারী প্রাথমিক বিদ্যালয় ভূমিকম্পে বীম, মেঝে, ওয়াল ও ছাদে ফাটল দেখা দিয়েছে। এসকল বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা আতঙ্কে থাকেন কখন কি হয়ে যায়। এছাড়াও উপজেলার আমবৌলা, পয়সা, নগরবাড়ি, পাকুরিতা, পশ্চিম মোল্লাপাড়া, পশ্চিম সুজনকাঠী, উত্তর বারপাইকা, বারপাইকা হাই সংলগ্ন, জোবারপাড়, সাহেবেরহাট, চাউকাঠী, ভালুকশী, রামানন্দের আঁক, দর্জিরপাড়, বড়বাশাইল, রাজিহার, আগৈলঝাড়া মডেল, জবসেন সরকারী প্রাথমিক বিদ্যালয় ভূমিকম্পে ক্ষতিগ্র¯’ হয়েছে। এসকল বিদ্যালয়ের বীম, পিলার, ছাদ ও মেঝেতে ফাটল দেখা দিয়েছে। বিদ্যালয়গুলোতে কোমলমতি শিক্ষার্থী ও শিক্ষকরা ক্লাশ করার সময় আতঙ্কিত থাকেন। কখন গায়ে বীম বা ছাদ ধ্বসে পরে। অভিভাবকরা তাদের ছেলে-মেয়েদের বিদ্যালয়ে পাঠিয়ে অজানা ভয়ে আতঙ্কে থাকেন।
শিক্ষার্থী অভিভাবক ফারুক মোল্লা, মনিকা রানী জানান, শুনেছি ভূমিকম্পে প্রাথমিক বিদ্যালয় ক্ষতিগ্র¯’ হয়েছে। বিদ্যালয়ের বিভিন্ন ¯’ানে ফাটল দেখা দিয়েছে। ছেলেমেয়েকে বিদ্যালয়ে পাঠিয়ে চিন্তায় থাকি কখন কি হয়ে যায়।
এব্যাপারে ক্ষতিগ্র¯’ আগৈলঝাড়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, আমার বিদ্যালয় ভূমিকম্পে ভবনের ছাদ, ওয়াল ও বীমে ফাটল দেখা দিয়েছে। আমি তাৎক্ষণিক উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে জানিয়েছি। তারা দেখে সংস্কারের জন্য উর্ধতন কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে।
এব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আমজাদ হেসেন জানান, ভূমিকম্পে উপজেলার ৯৭টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ২২টি বিদ্যালয় ক্ষতিগ্র¯’ হয়েছে। এরমধ্যে ৪টি বিদ্যালয় বেশী ক্ষতিগ্র¯’ হয়েছে। ক্ষতিগ্র¯’ বিদ্যালয়গুলোর তালিকা তৈরী করে সংস্কারের জন্য উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।







