সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ৫ আগস্টের পর দুর্নীতি করে হাজার কোটি টাকা কামাই করার সুযোগ ছিল। ইচ্ছা করলেই কামাই করতে পারতাম। হাজার কোটি টাকা কামিয়ে বিদেশে চলে যেতে পারতাম। কিন্তু দেশ ও জাতির প্রতি দায়বদ্ধতা এবং বিবেকের তাড়নায় এসব দিকে তাকাইনি। আমার কাছে অর্থের চেয়ে দেশপ্রেম বড়।
শনিবার (৬ ডিসেম্বর) বিকালে কুমিল্লার দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, অর্থের চাইতে আপনাদের আস্থা বিশ্বাস আমার কাছে অনেক বড়। আগামী নির্বাচনে শাপলা কলিতে ভোট দিয়ে আমার ওপর আস্থা বিশ্বাস রেখে দেখুন। আমি আপনাদের কথা দিচ্ছি কখনো দুর্নীতি করব না। আপনাদের সঙ্গে প্রতারণা করব না। আপনাদের ভোটের অবমূল্যায়ন করব না।
তিনি বলেন, হাসিনা রাস্তার মধ্যে গুলি করে যখন মানুষ মারছিল তখন আপনারা আমাদের জন্য দোয়া করেছেন। তাই অস্ত্র ছাড়াই ফ্যাসিবাদকে বিদায় করতে পেরেছি। হাসিনার বিরুদ্ধে তরুণরাই জেগে উঠেছিল। এবারের নির্বাচনেও তরুণরা এগিয়ে এসেছে।







