ফ্যাসিবাদীরা বিদায় নিলেও দেশ ফ্যাসিবাদমুক্ত হয়নি: জামায়াত আমির

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিবাদীরা বিদায় নিলেও ফ্যাসিবাদ এখনো বিদায় নেয়নি। কালো বা লাল- কোনো ফ্যাসিবাদকে আর বাংলার জমিনে বরদাশত করা হবে না।

শুক্রবার বিকালে নগরীর লালদীঘি ময়দানে আট দলের চট্টগ্রাম বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, কেউ যদি ফ্যাসিবাদের ভাষায় আবার কথা বলেন, ফ্যাসিবাদীদের মতো আচরণ করেন, তারা কোন পথ খুঁজে পাবেন আমরা জানি না। তাদেরকে পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, এদেশের মানুষ আর ফ্যাসিবাদকে বরদাশত করবে না। আমরা অল্লাহর ওপর ভরসা করে অতীতেও রুখে দিয়েছি (ফ্যাসিবাদ), ভবিষ্যতেও কেউ মাথা তুললে তাকেও রুখে দেওয়া হবে ইনশাআল্লাহ। কাউকে ছাড় দেওয়া হবে না।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

নির্বাচন প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, আমরা কোনো বিশেষ দলের বিজয় চাচ্ছি না। আট দলেরও বিজয় চাচ্ছি না। আমরা দেশের ১৮ কোটি মানুষের আকাঙ্খার বিজয় চাই। সেই আকাঙ্খার বিজয় হবে কোরআনের আইনের মাধ্যমে। এটা প্রমাণ হয়ে গেছে, এর বাইরে কোনো কিছু দিয়ে বাংলাদেশকে এগিয়ে নেওয়া ও সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়। বিজয়ের এই হুইসেল ইসলামের প্রবেশদ্বার চট্টগ্রাম থেকে আপনারা বাজাবেন। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ।

তিনি আট দলের পাঁচ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথের লড়াই অব্যাহত থাকবে উল্লেখ করে বলেন, আমরা কোনো লাল চক্ষুকে পরোয়া করব না। কোনো দাদা বাবু মানি না। কোনো বড় ভাই মানি না। সকলের সঙ্গে আমাদের সম্পর্ক হবে সমতা ও পারস্পরিক সন্মানের ভিত্তিতে।

সমাবেশে আরও বক্তব্য দেন- খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির অধ্যক্ষ মাওলানা সরওয়ার কামাল আজিজী, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম আনোয়ারুল ইসলাম চাঁন, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম।

সভাপতির বক্তব্যে মাওলানা মামুনুল হক আট দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে বলেন,  বনেদিদের বাংলাদেশ আর থাকবে না। অনেক দল থেকে আসন সমঝোতার অফার দেওয়া হয়েছিল। ইসলামী শাসন ব্যবস্থা ও ইসলামী শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা সোনার বাংলাদেশ গড়ে তুলব। এবারের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আল কোরআনের বাংলাদেশ। আমরা টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আধিপত্যবাদ ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ইস্পাত-কঠিন ঐক্য গড়ে তুলেছি। জনতার বিজয়ের মধ্য দিয়ে চূড়ান্ত বিজয়ে পৌঁছানো সম্ভব হবে। আজকের এই সমাবেশ জনসুমুদ্রে পরিণত হয়েছে।

মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে উদ্দেশ্য করে বলেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। নির্বাচনকে পিছু হটাবার চক্রান্ত হচ্ছে। যথাসময়ে নির্বাচন দিতে হবে। নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র দেশের জনগণ মানবে না। নির্বাচন হতে হবে গ্রহণযোগ্য, কোনো গুন্ডা-মাস্তান থাকবে না।  ভোট কেন্দ্র দখল, কাউকে হুমকি ধমকি দেওয়া চলবে না। সবাই যার যার নীতি আদর্শ বাস্তবায়নের চেষ্টা করবে -সেই সুযোগ দিতে হবে। সরকারকে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। যদি ব্যর্থ হন তাহলে দেশের জনগণ ক্ষমা করবে না। তিনি বৈষম্য দূর ও ইসলামী হুকুমত কায়েমের আহবান জানিয়ে বলেন, আগামী নির্বাচনে ইসলামকে বিজয়ী করার জন্য ঝাঁপিয়ে পড়তে হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» খালেদা জিয়ার এন্ডোসকপি সম্পন্ন, থামানো গেছে অভ্যন্তরীণ রক্তক্ষরণ

» একটি মহল নির্বাচন বানচাল করে দেশে এক-এগারো ঘটাতে চায় : রাশেদ খান

» দেশের প্রয়োজনে খালেদা জিয়াকে এই মুহূর্তে খুব প্রয়োজন: বাবর

» শনিবার যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

» নতুন বাংলাদেশ গড়তে খালেদা জিয়ার সুস্থতা অপরিহার্য: আমানউল্লাহ আমান

» জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ১২ দলীয় জোট

» ছাত্রশক্তির নেত্রীকে বিয়ে করলেন এনসিপির হান্নান মাসউদ

» ফ্যাসিবাদীরা বিদায় নিলেও দেশ ফ্যাসিবাদমুক্ত হয়নি: জামায়াত আমির

» খালেদা জিয়াকে দেখতে আবারও হাসপাতালে জুবাইদা রহমান

» ঐতিহাসিকভাবেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ গণতন্ত্রের ভয়ংকর শত্রু: তারেক রহমান

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ফ্যাসিবাদীরা বিদায় নিলেও দেশ ফ্যাসিবাদমুক্ত হয়নি: জামায়াত আমির

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিবাদীরা বিদায় নিলেও ফ্যাসিবাদ এখনো বিদায় নেয়নি। কালো বা লাল- কোনো ফ্যাসিবাদকে আর বাংলার জমিনে বরদাশত করা হবে না।

শুক্রবার বিকালে নগরীর লালদীঘি ময়দানে আট দলের চট্টগ্রাম বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, কেউ যদি ফ্যাসিবাদের ভাষায় আবার কথা বলেন, ফ্যাসিবাদীদের মতো আচরণ করেন, তারা কোন পথ খুঁজে পাবেন আমরা জানি না। তাদেরকে পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, এদেশের মানুষ আর ফ্যাসিবাদকে বরদাশত করবে না। আমরা অল্লাহর ওপর ভরসা করে অতীতেও রুখে দিয়েছি (ফ্যাসিবাদ), ভবিষ্যতেও কেউ মাথা তুললে তাকেও রুখে দেওয়া হবে ইনশাআল্লাহ। কাউকে ছাড় দেওয়া হবে না।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

নির্বাচন প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, আমরা কোনো বিশেষ দলের বিজয় চাচ্ছি না। আট দলেরও বিজয় চাচ্ছি না। আমরা দেশের ১৮ কোটি মানুষের আকাঙ্খার বিজয় চাই। সেই আকাঙ্খার বিজয় হবে কোরআনের আইনের মাধ্যমে। এটা প্রমাণ হয়ে গেছে, এর বাইরে কোনো কিছু দিয়ে বাংলাদেশকে এগিয়ে নেওয়া ও সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়। বিজয়ের এই হুইসেল ইসলামের প্রবেশদ্বার চট্টগ্রাম থেকে আপনারা বাজাবেন। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ।

তিনি আট দলের পাঁচ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথের লড়াই অব্যাহত থাকবে উল্লেখ করে বলেন, আমরা কোনো লাল চক্ষুকে পরোয়া করব না। কোনো দাদা বাবু মানি না। কোনো বড় ভাই মানি না। সকলের সঙ্গে আমাদের সম্পর্ক হবে সমতা ও পারস্পরিক সন্মানের ভিত্তিতে।

সমাবেশে আরও বক্তব্য দেন- খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির অধ্যক্ষ মাওলানা সরওয়ার কামাল আজিজী, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম আনোয়ারুল ইসলাম চাঁন, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম।

সভাপতির বক্তব্যে মাওলানা মামুনুল হক আট দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে বলেন,  বনেদিদের বাংলাদেশ আর থাকবে না। অনেক দল থেকে আসন সমঝোতার অফার দেওয়া হয়েছিল। ইসলামী শাসন ব্যবস্থা ও ইসলামী শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা সোনার বাংলাদেশ গড়ে তুলব। এবারের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আল কোরআনের বাংলাদেশ। আমরা টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আধিপত্যবাদ ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ইস্পাত-কঠিন ঐক্য গড়ে তুলেছি। জনতার বিজয়ের মধ্য দিয়ে চূড়ান্ত বিজয়ে পৌঁছানো সম্ভব হবে। আজকের এই সমাবেশ জনসুমুদ্রে পরিণত হয়েছে।

মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে উদ্দেশ্য করে বলেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। নির্বাচনকে পিছু হটাবার চক্রান্ত হচ্ছে। যথাসময়ে নির্বাচন দিতে হবে। নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র দেশের জনগণ মানবে না। নির্বাচন হতে হবে গ্রহণযোগ্য, কোনো গুন্ডা-মাস্তান থাকবে না।  ভোট কেন্দ্র দখল, কাউকে হুমকি ধমকি দেওয়া চলবে না। সবাই যার যার নীতি আদর্শ বাস্তবায়নের চেষ্টা করবে -সেই সুযোগ দিতে হবে। সরকারকে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। যদি ব্যর্থ হন তাহলে দেশের জনগণ ক্ষমা করবে না। তিনি বৈষম্য দূর ও ইসলামী হুকুমত কায়েমের আহবান জানিয়ে বলেন, আগামী নির্বাচনে ইসলামকে বিজয়ী করার জন্য ঝাঁপিয়ে পড়তে হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com