সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এবং ঢাকা-২ আসনের ধানের শীষ প্রার্থী আমানউল্লাহ আমান বলেছেন, গণঅভ্যুত্থানের পরবর্তী নতুন বাংলাদেশ গড়তে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা অপরিহার্য।
শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় কেরানীগঞ্জ মডেল থানাধীন আটি ভাওয়াল উচ্চবিদ্যালয় মাঠে কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় আমানউল্লাহ আমান আরও বলেন, বর্তমান সময়ে দেশ এক নতুন রাজনৈতিক মোড়ে দাঁড়িয়ে রয়েছে। জনগণের অভ্যুত্থানের মাধ্যমে যে পরিবর্তনের সূচনা হয়েছে, তা যথাযথভাবে এগিয়ে নিতে খালেদা জিয়ার অভিজ্ঞ ও প্রাজ্ঞ নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার সুস্থতা ও সক্রিয় অংশগ্রহণ ছাড়া নতুন বাংলাদেশের অগ্রযাত্রা পূর্ণতা পাবে না।
তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও মানুষের বাকস্বাধীনতার প্রশ্নে বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আপসহীন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। তার নেতৃত্বের দৃঢ়তা ও আত্মত্যাগের কারণেই তিনি দলীয় গণ্ডি পেরিয়ে আজ জাতির অভিভাবকে পরিণত হয়েছেন। বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়া শুধু একটি নাম নন, তিনি একটি যুগের প্রতীক। তার অসুস্থতায় আজ দেশবাসী ব্যথিত এবং তার সুস্থতার জন্য নিরন্তর প্রার্থনা করছে।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণের দোয়ায় মহান আল্লাহ তায়ালা অবশ্যই তাকে সুস্থ করে আবার এ দেশের মানুষের কাছে ফিরিয়ে দেবেন। তিনি দ্রুত সুস্থ হয়ে আবার দেশ ও জাতির নেতৃত্ব দেবেন।
আমান বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রতিহিংসামূলক রাজনীতির শিকার হয়েছেন। আওয়ামী লীগ সরকারের শাসনামলে তাকে অন্ধকার প্রকোষ্ঠে বন্দি রেখে ধীরে ধীরে বিষপ্রয়োগের মাধ্যমে তার শরীরের একাধিক অঙ্গ ক্ষতিগ্রস্ত করা হয়েছে। তবুও তিনি ফ্যাসিস্ট সরকারের সঙ্গে কোনও প্রকার আপস করেননি। বর্তমানে তিনি সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। উন্নত চিকিৎসার জন্য শিগগিরই তাকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি চলছে।
তিনি উপস্থিত নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা সবাই নেত্রীর সুস্থতার জন্য দোয়া করুন। আমাদের এ প্রার্থনাই পারে তাকে আবার আমাদের মাঝে ফিরিয়ে আনতে।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামীম হাসান। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মাওলানা কাজী মো. সেলিম রেজা, সদস্য সচিব অ্যাডভোকেট মাওলানা কাজী মোহাম্মদ আবুল হোসেন এবং কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী।
এছাড়াও বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী দোয়া মাহফিলে অংশ নেন। শেষে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দেশের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।







