সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : ঢাকা-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন, তিনি বিশ্বনেতাদেরও শ্রদ্ধার মানুষ। এমনকি যারা তাকে কারাগারে পাঠানোর পেছনে ভূমিকা রেখেছিলেন, তারাও আজ তার সুস্থতা কামনা করছেন। এটি তার ব্যক্তিগত সংগ্রামেরই ফল।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাজধানীর ধূপখোলা গেন্ডারিয়া কমিউনিটি সেন্টারে ইশরাক হোসেনের আয়োজনে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-এর আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
ইশরাক হোসেন বলেন, একজন সাধারণ গৃহবধূ থেকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন এবং মানুষের ভালোবাসায় তিনবার ক্ষমতায় আসা, এমন নজির বিরল। বহু নেতা এসেছেন, ভবিষ্যতেও আসবেন; কিন্তু খালেদা জিয়ার মতো আপসহীন, সাহসী ও দেশপ্রেমিক নেত্রী ইতিহাসে খুব কমই দেখা যায়।
তিনি বলেন, গত কয়েকদিন আমাদের জন্য ছিল অত্যন্ত কষ্টের। দেশনেত্রী গুরুতর অসুস্থ অবস্থায় ছিলেন, যা সারা বিশ্বকে উদ্বিগ্ন করেছে। আলহামদুলিল্লাহ, আমরা জানতে পেরেছি তিনি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। আমরা সবাই মহান আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন সম্পূর্ণ সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।
তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের ভোটাধিকারের প্রশ্নে তিনি কখনো আপস করেননি। ভবিষ্যতে তাকে নিয়ে গবেষণা হবে, ইতিহাস লেখা হবে এটাই আমার দৃঢ় বিশ্বাস।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, জাতীয় নির্বাহী কমিটির সদস্য হামিদুর রহমান হামিদ, জিন্টু আহমেদ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তার, সাইদুর রহমান মিন্টু, মকবুল ইসলাম খান টিপু, মো. ফরিদ উদ্দিন, মো. শরিফ হোসেনসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দলের মহানগর, থানা ও ওয়ার্ডের নেতারা।
অনুষ্ঠান শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে মোনাজাত করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য জাতীয়তাবাদী ওলামা দলের সাবেক সাধারণ সম্পাদক প্রিন্সিপাল শাহ মোহাম্মদ নেছারুল হক।







