হিরো আলমকে হত্যাচেষ্টা: রিয়াজ-মিথিলার জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক : বাড্ডা থানার আফতাবনগর এলাকায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় করা মামলায় দুই আসামির জামিন বাতিল করেছে আদালত। একইসঙ্গে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেওয়া হয়েছে।

জামিন বাতিল হওয়া আসামিরা হলেন কামরুল ইসলাম রিয়াজ ওরফে ম্যাক্স ওভি ও সাদিয়া রহমান মিথিলা।

বুধবার বাদীপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালত এ আদেশ দেয়। এদিন শুনানিকালে হিরো আলম আদালতে উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী শান্তা সাকসিনা বলেন, আসামিরা জামিনে থেকে বাদীকে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিচ্ছেন। এসব কারণ উল্লেখ করে মামলার বাদী হিরো আলম একটা সাধারণ ডায়েরিও করেছেন। এছাড়া, এ মামলায় আসামিরা জামিনের শর্ত ভঙ্গ করেছেন। আসামিরা জামিনের শর্ত ভঙ্গ করায় তাদের জামিন বাতিল চেয়ে আমরা আবেদন করি। শুনানি শেষে আদালত এ আবেদন মঞ্জুর করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে বাড্ডা থানার আফতাবনগর এলাকার মেইন রোড দিয়ে হেঁটে যাচ্ছিলেন হিরো আলম। তখন এজাহারনামীয় চারজনের নির্দেশে অজ্ঞাতনামা আরও ছয়জন আসামি তিনটি মোটরসাইকেলে এসে তার পথরোধ করেন। এরপর আসামিরা তাকে জোর করে পাশের কাশবনে নিয়ে যান। সেখানে কামরুল ইসলাম রিয়াজ ওরফে ম্যাক্স ওভি তার হাতে থাকা কাঠের লাঠি দিয়ে হিরো আলমের মাথায় আঘাত করতে যান। তিনি বাম হাত দিয়ে আঘাতটি ফেরাতে গেলে গুরুতর জখম হন।

এজাহারে আরও উল্লেখ করা হয়, অজ্ঞাতনামা আসামিরা হাতে থাকা লোহার ধারালো স্কেল দিয়ে আঘাত করলে হিরো আলমের ডান হাতের কনুইয়ে লাগে। এতে তিনি রক্তাক্ত হন। পরবর্তীতে অজ্ঞাতনামা আসামিরা হাতের লাঠি দিয়ে মাথায় আঘাত করলে তার কপালের বাম দিকে জখম হয়। একপর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তখন আসামিরা তার সারা শরীরে এলোপাথাড়ি কিল, ঘুষি, লাথি ও চড়-থাপ্পড় মেরে জখম করেন। এ সময় ম্যাক্স ওভি হিরো আলমের অনার ব্র্যান্ডের একটি মোবাইল ফোন ভেঙে ফেলেন। যাওয়ার সময় আসামিরা তাকে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দেন। পরে আশপাশের মানুষের সহযোগিতায় হিরো আলম হাসপাতালে চিকিৎসা নেন।

ওই ঘটনার জেরে গত ৫ অক্টোবর হত্যাচেষ্টার অভিযোগে বাড্ডা থানায় মামলাটি দায়ের করেন আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» ৫০ হাজার দর্শক ধারণক্ষমতার ফুটবল স্টেডিয়াম তৈরি হবে পূর্বাচলে: উপদেষ্টা আসিফ মাহমুদ

» ভিভিআইপি সুবিধা কেবল খালেদা জিয়ার, পরিবারের অন্য কেউ পাবেন না: রিজওয়ানা হাসান

» সেনাপ্রধানের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

» তফসিল নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে ইসির সাক্ষাৎ ১০ ডিসেম্বর

» ডিএমপির ৫০ থানার ওসি বদল

» শনিবার থেকে সচিবালয় ও যমুনাসহ বিভিন্ন স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধ

» দেশের ভাগ্য পরিবর্তনের জন্য বড় রাজনৈতিক দলের প্রয়োজন নেই: মামুনুল হক

» খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন, বিশ্ব নেতাদেরও শ্রদ্ধার মানুষ: ইশরাক

» নির্বাচন বিলম্বিত হোক বিএনপি চায় না : নজরুল

» আরও ৩৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

হিরো আলমকে হত্যাচেষ্টা: রিয়াজ-মিথিলার জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক : বাড্ডা থানার আফতাবনগর এলাকায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় করা মামলায় দুই আসামির জামিন বাতিল করেছে আদালত। একইসঙ্গে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেওয়া হয়েছে।

জামিন বাতিল হওয়া আসামিরা হলেন কামরুল ইসলাম রিয়াজ ওরফে ম্যাক্স ওভি ও সাদিয়া রহমান মিথিলা।

বুধবার বাদীপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালত এ আদেশ দেয়। এদিন শুনানিকালে হিরো আলম আদালতে উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী শান্তা সাকসিনা বলেন, আসামিরা জামিনে থেকে বাদীকে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিচ্ছেন। এসব কারণ উল্লেখ করে মামলার বাদী হিরো আলম একটা সাধারণ ডায়েরিও করেছেন। এছাড়া, এ মামলায় আসামিরা জামিনের শর্ত ভঙ্গ করেছেন। আসামিরা জামিনের শর্ত ভঙ্গ করায় তাদের জামিন বাতিল চেয়ে আমরা আবেদন করি। শুনানি শেষে আদালত এ আবেদন মঞ্জুর করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে বাড্ডা থানার আফতাবনগর এলাকার মেইন রোড দিয়ে হেঁটে যাচ্ছিলেন হিরো আলম। তখন এজাহারনামীয় চারজনের নির্দেশে অজ্ঞাতনামা আরও ছয়জন আসামি তিনটি মোটরসাইকেলে এসে তার পথরোধ করেন। এরপর আসামিরা তাকে জোর করে পাশের কাশবনে নিয়ে যান। সেখানে কামরুল ইসলাম রিয়াজ ওরফে ম্যাক্স ওভি তার হাতে থাকা কাঠের লাঠি দিয়ে হিরো আলমের মাথায় আঘাত করতে যান। তিনি বাম হাত দিয়ে আঘাতটি ফেরাতে গেলে গুরুতর জখম হন।

এজাহারে আরও উল্লেখ করা হয়, অজ্ঞাতনামা আসামিরা হাতে থাকা লোহার ধারালো স্কেল দিয়ে আঘাত করলে হিরো আলমের ডান হাতের কনুইয়ে লাগে। এতে তিনি রক্তাক্ত হন। পরবর্তীতে অজ্ঞাতনামা আসামিরা হাতের লাঠি দিয়ে মাথায় আঘাত করলে তার কপালের বাম দিকে জখম হয়। একপর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তখন আসামিরা তার সারা শরীরে এলোপাথাড়ি কিল, ঘুষি, লাথি ও চড়-থাপ্পড় মেরে জখম করেন। এ সময় ম্যাক্স ওভি হিরো আলমের অনার ব্র্যান্ডের একটি মোবাইল ফোন ভেঙে ফেলেন। যাওয়ার সময় আসামিরা তাকে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দেন। পরে আশপাশের মানুষের সহযোগিতায় হিরো আলম হাসপাতালে চিকিৎসা নেন।

ওই ঘটনার জেরে গত ৫ অক্টোবর হত্যাচেষ্টার অভিযোগে বাড্ডা থানায় মামলাটি দায়ের করেন আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com