এদিকে, রায়পুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুর রহমান ভূইয়া জানিয়েছেন, খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় রায়পুরের বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় দোয়া মাহফিলের আয়োজন করা হচ্ছে। দলীয় নেতাকর্মীরা স্থানীয়ভাবে কোরআন তেলাওয়াত, মিলাদ ও বিশেষ মুনাজাতের ব্যবস্থা করেছেন।
শফিকুর রহমান ভূইয়া বলেন,
দেশনেত্রী আমাদের আশা-ভরসার প্রতীক। তাঁর সুস্থতার জন্য আমরা রায়পুরজুড়ে দোয়া মাহফিল করছি। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে দেশের মানুষের মাঝে ফিরে আসেন এটাই আমাদের প্রার্থনা।
স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণও এসব দোয়া মাহফিলে অংশ নিচ্ছেন এবং দেশনেত্রীর সুস্থতার জন্য সর্বস্তরের মানুষের মাঝে গভীর উদ্বেগ ও প্রার্থনা অব্যাহত রয়েছে।
দেশবাসী আশাবাদী দ্রুত সুস্থ হয়ে জনগণের মাঝে ফিরে আসবেন বেগম খালেদা জিয়া







