ফাইল ছবি
অনলাইন ডেস্ক : বরিশালের বাবুগঞ্জে আলোচিত ছাত্রদল নেতা মো. রবিউল ইসলাম হত্যা মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি মো. আমির খানকে (৩২) রাজধানীর মিরপুর এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আসামি আমির খান বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের চর জাহাপুর গ্রামের খলিল খানের ছেলে।
জানা গেছে, গোয়েন্দা নজরদারি ও মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে মিরপুরের একটি গোপন স্থানে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. দেলোয়ার হোসেন বলেন, আসামিকে দ্রুত আদালতে সোপর্দ করা হবে। তার গ্রেফতারের ফলে মামলার তদন্ত আরও দ্রুত এগিয়ে যাবে।







