সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : বাছাই পর্বে আয়ারল্যান্ডের বিপক্ষে লাল কার্ডের ঘটনায় বিশ্বকাপের শুরুর দিকে নিষেধাজ্ঞার শঙ্কায় ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। শেষ পর্যন্ত অবশ্য সুখবরই পেয়েছেন তিনি। বিশ্বকাপের প্রথম ম্যাচে পর্তুগালের হয়ে খেলতে কোনও বাধা থাকছে না তার।
৪০ বছর বয়সী রোনালদো চলতি মাসের শুরুতে বাছাইপর্বে আয়ারল্যান্ডের বিপক্ষে পর্তুগালের ২–০ গোলে পরাজয়ের ম্যাচে দারা ও’শিয়ার পিঠে কনুই মেরে সরাসরি লাল কার্ড দেখেছিলেন। উগ্র আচরণে সাধারণত তিন ম্যাচ নিষেধাজ্ঞা থাকলেও তার দ্বিতীয় ও তৃতীয় ম্যাচের শাস্তি এক বছরের জন্য স্থগিত রাখা হয়েছে।
বিবিসি স্পোর্ট জানিয়েছে, রোনালদোর ২২৬ আন্তর্জাতিক ম্যাচে এটি ছিল প্রথম লাল কার্ড—এই বিষয়টি শাস্তি কমানোর ক্ষেত্রে গুরুত্ব পেয়েছে।
১৬ নভেম্বর আর্মেনিয়ার বিপক্ষে ম্যাচটি নিষেধাজ্ঞার কারণে তিনি খেলেননি। ফলে আগামী গ্রীষ্মে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় বিশ্বকাপে আর কোনো ম্যাচ মিস করতে হবে না।
ফিফার এক বিবৃতিতে বলা হয়েছে, “পরীক্ষাকালীন সময়ে রোনালদো যদি একই ধরনের গুরুতর অপরাধে আবার জড়ান, তাহলে স্থগিত নিষেধাজ্ঞা স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে এবং বাকি দুই ম্যাচের শাস্তি সঙ্গে সঙ্গেই ভোগ করতে হবে।”
যোগ্যতায় পাঁচ গোল করেন রোনালদো, যেখানে গ্রুপ এফ-এর শীর্ষে থেকে পর্তুগাল সপ্তমবারের মতো টানা বিশ্বকাপে জায়গা করে নেয়।
৪৮ দলের জন্য গ্রুপ ড্র আগামী ৫ ডিসেম্বর শুক্রবার বিবিসিতে সরাসরি সম্প্রচার করা হবে।
সূত্র: বিবিসি







