আসাদ হোসেন রিফাতঃ বিজিবি কর্তৃক লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে পৃথক ০৩টি অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটকl
লালমনিরহাট জেলার হাতিবান্ধা সীমান্তে তিস্তা ব্যাটালিয়ন এর অধিনস্থ সিংগীমারী বিওপির টহলদল কর্তৃক পৃথক ০৩টি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পূর্ব সিংগীমারী এবং বাড়াইপাড়া নামক স্থান হতে ভারতীয় ফেন্সিডিল-৯৮ বোতল এবং ভারতীয় এস্কাপ সিরাপ-৪৮৩ বোতল মাদক আটক করা হয়।
আটককৃত মাদকদ্রব্যের সর্বমোট মূল্য-২,৩২,৪০০/- টাকা (দুই লক্ষ বত্রিশ হাজার চারশত টাকা)।
রবিবার সকালে তিস্তা ব্যাটালিয়ান এর প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে হাতীবান্ধা সীমান্তে মাদক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।







