সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : কানাডার টরন্টোতে রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার একক সংগীত সন্ধ্যা আয়োজন করা হয়েছে। স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় চাইনিজ কালচারাল সেন্টারে এটি অনুষ্ঠিত হবে।
‘মোমেন্টস উইথ রেজওয়ানা চৌধুরী বন্যা’ শিরোনামের এ অনুষ্ঠানে তাপস-নাহিদ জুটির নৃত্যও প্রদর্শিত হবে। উপস্থাপনায় থাকবেন অজন্তা চৌধুরী ও শাকিলা নাজ।
সম্প্রতি এ উপলক্ষ্যে টরন্টোর বিডি ফিউশন রেস্টুরেন্টে এক অনুষ্ঠান আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নৃত্যশিল্পী লায়লা হাসান, অনুষ্ঠানের টাইটেল স্পন্সর অয়ন দেব রায়, মিডিয়া ব্যক্তিত্ব আসমা আহমেদ, অনুষ্ঠানের পাওয়ার্ড বাই স্পন্সর অ্যাকাউনট্যান্ট মোর্শেদ নিজাম ও প্রকৌশলী নওশের আলীসহ অন্য আয়োজকরা।
আয়োজকরা জানান, প্রবাসে নতুন প্রজন্মের মাঝে দেশীয় শিল্প সাহিত্য ও সংস্কৃতির চর্চা অব্যাহত রাখতেই এ আয়োজন। রবীন্দ্রনাথের মৃত্যুর এতদিন পেরিয়ে গেলেও তার সাহিত্যকর্ম এখনও স্বমহিমায় ভাস্বর। বাঙালির জীবনে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রয়েছে বিশ্বকবির সাহিত্যকর্ম। এমন অনুষ্ঠান আবহমান বাংলার কৃষ্টি, ইতিহাস, ঐতিহ্যের সঙ্গে সেতুবন্ধন তৈরি করবে।
সূএ : বাংলাদেশ প্রতিদিন







