সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : জয়পুরহাটে ৮০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার সন্ধ্যায় কালাই উপজেলার দুর্গাপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন- কালাই উপজেলার দুর্গাপুর বহুতি গ্রামের মহাফেজ মণ্ডলের ছেলে গাজিউল ইসলাম (৪৬) এবং একই গ্রামের জহির উদ্দিনের ছেলে জাবেদুর ইসলাম (৩৬)।
ওসি আসাদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় উদয়পুর ইউনিয়নের দুর্গাপুর এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। এ সময় ট্যাপেন্টাডল ট্যাবলেট বেচাকেনার মুহূর্তে দুইজনকে হাতেনাতে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন, দীর্ঘদিন ধরে অবৈধভাবে ট্যাপেন্টাডল—যা মাদকসেবীরা ইয়াবার বিকল্প হিসেবে ব্যবহার করে—সংগ্রহ করে জয়পুরহাটের বিভিন্ন এলাকায় মাদকসেবী ও মাদক কারবারিদের কাছে সরবরাহ করে আসছিলেন।







