বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: পোষ্টমাষ্টার ফয়জুর রহমানকে সভাপতি ও নাজমুল হককে সাধারণ সম্পাদক করে নাটোরের বড়াইগ্রামে বাংলাদেশ গ্রামীণ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের উপজেলা কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সাধারণ সভায় সদস্যদের সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মো: আবুল হাশেম, সহ-সম্পাদক আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক রফিকুল আলম, দপ্তর সম্পাদক আশরাফ আলী, কোষাধ্যক্ষ রাহিমুল ইসলাম, প্রচার সম্পাদক রাজিব আহমেদ ও সহ প্রচার সম্পাদক শরিফুল ইসলাম। এছাড়া কমিটিতে ইসাহাক আলী ও আব্দুল করিমকে কার্য্য নির্বাহী সদস্য করা হয়েছে।







