সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ সফরে আছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তারই সম্মানে মঙ্গলবার রাতে বিশেষ নৈশভোজ আয়োজন করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প। তবে, নৈশভোজটি ভিন্ন এক কারণে নজর কেড়েছে।
বিশেষ নৈশভোজটিতে দেখা গেছে, ট্রাম্পের একসময়ের ঘনিষ্ঠ মিত্র ইলন মাস্ককে। সেই সঙ্গে দেখা গেছে পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোকে।
এর মধ্যে ইলন মাস্কের আসা অনেকটাই চমক জাগিয়েছে। কারণ, গত কয়েক মাস আগেই ট্রাম্প-মাস্ককে একাধিকবার প্রকাশ্যে বিরোধে জড়াতে দেখা গেছে। নৈশভোজে মাস্কের উপস্থিতি ট্রাম্পের সঙ্গে বিবাদ মেটার ইঙ্গিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
নৈশভোজের শুরুতে ট্রাম্প বলেন, ‘আমার ছেলে ব্যারন ট্রাম্প রোনালদোর বিশাল ভক্ত। ব্যারন তার সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছে। মজা করে বলেন, ‘আমার মনে হয়, আপনাদের পরিচয় করিয়ে দেওয়ার কারণে আমার প্রতি তার সম্মান কিছুটা বেড়েছে।’
এ সময় ট্রাম্প রোনালদো ও তার সঙ্গিনী জর্জিনা রদ্রিগেজকে সেখানে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানান।
তবে, রোনালদোর ওয়াশিংটন সফরের সঠিক কারণ পুরোপুরি স্পষ্ট হওয়া যায়নি। তবে, এটি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সফরের সঙ্গে মিলে গেছে।
রোনালদো বর্তমানে সৌদি প্রো লিগের দল আল নাসরে খেলছেন এবং সৌদি আরবের ফুটবলের ‘মুখ’ হিসেবে পরিচিত।
২০০৯ সালে লাস ভেগাসে ধর্ষণের অভিযোগ ওঠার পর থেকে রোনালদো যুক্তরাষ্ট্র সফর এড়িয়ে চলছিলেন। দীর্ঘ আইনি জটিলতা পেরিয়ে এবারই প্রথম তাকে যুক্তরাষ্ট্রে দেখা গেছে।
নৈশভোজে অতিথিদের তালিকায় প্রযুক্তি ও ক্রীড়াজগতের আরও কয়েকজন বিখ্যাত ব্যক্তি ছিলেন। তাদের মধ্যে অন্যতম, এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াং ও মার্কিন গলফার ব্রাইসন ডি-শ্যাম্বো। সূত্র: রয়টার্স







