ফাইল ছবি
অনলাইন ডেস্ক : ঝিনাইদহ সদর উপজেলার চুটলিয়া গ্রামে ছেলের হাতুড়ি পেটায় বিলকিস বেগম (৩৮) নামের এক মায়ের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় চিকিৎসাধীন তার মৃত্যু হয়েছে। নিহত বিলকিস ওই গ্রামের রাজমিন্ত্রী রেজাউল ইসলাম রেজার স্ত্রী। এ ঘটনায় ঘাতক ছেলে সাকিব হোসেন ওরফে লাদেনকে (১৯) পুলিশ গ্রেফতার করেছে।
প্রতিবেশী জুলফিক্কার আলী ভুট্টো জানান, গত ১০ নভেম্বর সোমবার ছেলে লাদেন তার মা বিলকিস বেগমের কাছে ১০ হাজার টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানানোর কারণে মাকে হাতুড়ি দিয়ে মাথায় ৮/১০টি আঘাত করে এবং ওড়না দিয়ে মায়ের গলা পেঁচিয়ে বাথরুমে আটকিয়ে রাখে। এরপর বাড়ি ভাঙচুর করা শুরু করে। টের পেয়ে প্রতিবেশীরা এগিয়ে তার মাকে উদ্ধার ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। ৭ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে সোমবার সন্ধ্যায় মারা যান।
এ তথ্য নিশ্চিত করেন ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন।







