ফাইল ছবি
অনলাইন ডেস্ক : লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে ও গুলি করে আবুল কালাম জহির (৫০) নামে এক বিএনপি নেতাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। সড়কের ওপর মরদেহ ফেলে রেখে গেছে তারা। মরদেহের পাশে গুলির খোসা দেখা গেছে।
শনিবার রাত ৮টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পশ্চিম লতিফপুর গ্রামের মোস্তফার দোকান এলাকায় সড়কের ওপর জহিরকে কুপিয়ে ও গুলি করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এক সময় জহির মাদক ব্যবসা ও মাটির ব্যবসার সঙ্গে জড়িত ছিল। সেখান থেকে তিনি স্বাভাবিক জীবনে ফিরে আসছিলেন। ধারণা করা হচ্ছে, তার প্রতিপক্ষ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই তাকে কুপিয়ে হত্যা করেছে। মরদেহের পাশে গুলির খোসাও দেখা গেছে।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজীম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল এসেছি। পুলিশ সুপারও এসেছেন। প্রাথমিকভাবে জানা গেছে পিচ্চি কাউসার এর সঙ্গে তার বিরোধ ছিল, দুজনই মাদক ও সন্ত্রাসী কাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। প্রতিপক্ষ কাউসারের হামলায় জহির মারা গেছে। নিহতের মরদেহ উদ্ধার করে হাসতাল মর্গে পাঠানো হচ্ছে।







