সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘ প্রতীক্ষিত নিরাপত্তা ও বাণিজ্য চুক্তি চূড়ান্ত হয়েছে দক্ষিণ কোরিয়ার।
এ বিষয়ে শুক্রবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং জানিয়েছেন, তারা পরমাণু চালিত সাবমেরিন তৈরিতে তাদের মিত্র দেশটির সঙ্গে ‘এগিয়ে যাবে’।
সংবাদ সম্মেলনে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট বলেন, ‘আমাদের অর্থনীতি ও নিরাপত্তার জন্য সবচেয়ে বড় পরিবর্তনশীল বিষয়গুলোর মধ্যে অন্যতম বাণিজ্য, শুল্ক ও নিরাপত্তা সংক্রান্ত দ্বিপক্ষীয় আলোচনাটি চূড়ান্ত হয়েছে। দুই দেশ পরমাণু চালিত সাবমেরিন তৈরিতে এগিয়ে যাওয়ার বিষয়ে সম্মত হয়েছে বলে জানান তিনি।
এ বিষয়ে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া একটি বাণিজ্য চুক্তির বিস্তারিত প্রকাশ করেছে। যার মধ্যে রয়েছে আমেরিকান জাহাজ নির্মাণ খাতে ১৫০ বিলিয়ন ডলারের কোরিয়ান বিনিয়োগ এবং শিল্প খাতে অতিরিক্ত ২০০ বিলিয়ন ডলার বরাদ্দ।
এর আগে গত অক্টোবরে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি লি জে মিয়ং এবং মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের মধ্যে একটি বৈঠকের পর যৌথ ঘোষণাটি প্রস্তুত করা হয়। বৈঠকে তারা দক্ষিণ কোরিয়ার পণ্যের উপর আমেরিকান আমদানি শুল্ক ২৫% থেকে কমিয়ে ১৫% করার একটি চুক্তিতে সম্মত হন। সূত্র : রয়টার্স।







