সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : সাতদিন ধরে হাসপাতালে চিকিৎসা শেষে অবশেষে নিজ বাড়ি ফিরলেন বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র। মুম্বাইয়ের ব্রীচ ক্যান্ডি হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অভিনেতার বাকি চিকিৎসা বাড়ি থেকেই হবে।
শ্বাসকষ্টসহ অন্যান্য অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ধর্মেন্দ্র। সোমবার তার শারীরিক অবস্থার অবনতি নিয়ে নানান গুজব ছড়িয়ে পড়ে। পরে হাসপাতালে ভিড় জমান বলিউডের অনেক তারকারা। ওই দিন গভীর রাতে তার সঙ্গে দেখা করে যান সালমন ও শাহরুখ খানও দেখা করে যান।
এদিকে, বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিওতে দেখা গেছে, ধর্মেন্দ্র অ্যাম্বুল্যান্সে করে বাড়ির পথে যাচ্ছেন। অন্য একটি গাড়িতে আছেন ছেলে ববি দেওল।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বর্ষীয়ান অভিনেতার অবস্থা স্থিতিশীল। বাড়িতে থেকেই এখন চিকিৎসা করা সম্ভব। বুধবার সকাল সাড়ে ৭টা নাগাদ তাঁকে ছাড়া হয়েছে হাসপাতাল থেকে।
তার দল বিজেপির পক্ষ থেকেও বাড়ি ফেরার তথ্য নিশ্চিত করা হয়েছে। তবে পরিবার বা হেমা মালিনীর তরফ থেকে এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।







