ঢাকা, রবিবার, ৯ নভেম্বর ২০২৫: নৈপুণ্যের ধারা অব্যাহত রেখে ২০২৫ সালের প্রথম নয় মাসেও ব্র্যাক ব্যাংক উল্লেখযোগ্য আর্থিক সাফল্য অর্জন করেছে। ব্যাংকটির সম্পদ ২৬% এবং আয় ৪১% বৃদ্ধি পাওয়ায় লক্ষণীয় প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। শক্তিশালী আর্থিক ভিতের ওপর ভর করে ব্র্যাক ব্যাংক চলতি বছরের প্রথম নয় মাসে সমন্বিত (কনসোলিডেটেড) কর-পরবর্তী নিট মুনাফায় (এনপিএটি) ৫২% প্রবৃদ্ধি অর্জন করেছে।
এই তথ্যগুলো ব্যাংকটির সমন্বিত আর্থিক প্রতিবেদনে উঠে এসেছে। প্রতিবেদনে দেখা যায়, ২০২৫ সালের জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে ব্যাংকটির কর-পরবর্তী নিট মুনাফা দাঁড়িয়েছে ১,৫৩৬
কোটি টাকা, যা ২০২৪ সালের একই সময়ে অর্জিত ১,০১১ কোটি টাকার তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।
এই সময়ে ব্যাংকটির একক (স্ট্যান্ডঅ্যালন) কর-পরবর্তী নিট মুনাফা ১,০৫৫ কোটি টাকায় উন্নীত হয়েছে, যা গত বছরের একই সময়ের ৮২৭ কোটি টাকার তুলনায় ২৮% বেশি। অর্থনীতি ও শিল্প খাতের বিদ্যমান চ্যালেঞ্জ সত্ত্বেও ব্র্যাক ব্যাংক ২০২৫ সালের প্রথম নয় মাসে ব্যালেন্স শিটে ইন্ডাস্ট্রি গড় প্রবৃদ্ধির চেয়ে লক্ষণীয় প্রবৃদ্ধি অর্জন করেছে। এই সময় গ্রাহক আমানত ২৯% এবং গ্রাহক ঋণ ১১% বৃদ্ধি পেয়েছে (বার্ষিক ভিত্তিতে)।
৩ নভেম্বর ২০২৫ ভার্চুয়ালি আয়োজিত আর্নিং ডিসক্লোজার অনুষ্ঠানে ব্যাংকটির ২০২৫ সালের তৃতীয় প্রান্তিকের আর্থিক ও পরিচালনগত পারফর্মেন্স প্রকাশ করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারিত এই আয়োজনে দেশি-বিদেশি বাজার ও বিনিয়োগ বিশ্লেষক, পোর্টফোলিও ম্যানেজার এবং পুঁজিবাজার বিশেষজ্ঞসহ ব্যাংকের
বিভিন্ন স্টেকহোল্ডাররা অংশ নেন।
এ সময় ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা ব্যাংকটির আর্থিক ফলাফল, পরিচালনগত নৈপুণ্য ও শক্তিমত্তা তুলে ধরেন। এ সময় তাঁরা ব্যাংকটির ভবিষ্যৎ কৌশলগত কর্মপরিকল্পনা সম্পর্কেও আলোচনা করেন। অনুষ্ঠান শেষে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
২০২৫ সালের প্রথম নয় মাসে ব্র্যাক ব্যাংকের উল্লেখযোগ্য অর্জনসমূহ:
সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বরে ৬.০৯ টাকায় উন্নীত হয়েছে, যা ২০২৪ সালের একই সময়ে ছিল ৪.৩৭ টাকা।
ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি নিট অ্যাসেট ভ্যালু (এনএভি) বৃদ্ধি পেয়ে হয়েছে ৫১.৭৩ টাকা, যা ২০২৪ সালের ৩১ ডিসেম্বরে ছিল ৩৯.৩৮ টাকা।
সমন্বিত মোট গ্রাহক আমানত (বার্ষিক) ২৮% বৃদ্ধি পেয়ে ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর দাঁড়িয়েছে ৯৩,৭৭২ কোটি টাকায়, যা ব্যাংকটির দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি কৌশল ও গ্রাহক আস্থার প্রতিফলন।
সমন্বিত রিটার্ন অন ইক্যুইটি (আরওই) এবং রিটার্ন অন অ্যাসেটস (আরওএ) যথাক্রমে ২২.৫৮% এবং ১.৭৭%।
সমন্বিত মোট আয় ২০২৪ সালের তৃতীয় প্রান্তিকের তুলনায় ৩৪% বৃদ্ধি পেয়েছে, যার মধ্যে লক্ষণীয় সুদ আয়ের পাশাপাশি নন-ফান্ডেড আয়ের ভূমিকা ছিল উল্লেখযোগ্য।
২০২৫ সালের তৃতীয় প্রান্তিকে ব্যাংকটির খেলাপি ঋণের হার (এনপিএল) দাঁড়িয়েছে ৩.৫৬%, যা ২০২৪ সালের ডিসেম্বরের ছিল ২.৬৩%।







