ক্রাইম রিপোর্টার : নরসিংদীতে ৭১ ইউনিয়ন পরিষদ গুলোতে দুর্নীতি হয়রানি প্রতিরোধসহ সেবার মান বাড়াতে দীর্ঘদিন ধরে একই ইউনিয়ন পরিষদে কর্মরত থাকা প্রশাসনিক কর্মকর্তা (সচিব) পর্যায়ক্রমে বদলি করার কাজ শুরু হচ্ছে । আগামী নির্বাচনে আগে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত ও সাধারণ মানুষের শতভাগ সেবারমান নিশ্চিত করতে এমন উদ্যোগ নিয়েছে নরসিংদী জেলা প্রশাসন। নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনোয়ার হোসেন এ সব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, চলতি মাসের মধ্যে কয়েকটি পর্যায়ে এ কার্যক্রম অব্যাহত থাকবে । জেলা প্রশাসনের এমন কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন জেলার বিভিন্ন সচেতন মহল।
জানা যায়, নরসিংদীর ৬ টি উপজেলায় মোট ৭১টি ইউনিয়ন পরিষদ রয়েছে। এর মধ্যে অনেক ইউনিয়ন পরিষদ সচিবরা নির্বাচনি নিজ এলাকায় কর্মস্থলে রয়েছেন৷ শুধু তাই নয়,পলাশ উপজেলাসহ বিভিন্ন উপজেলায় নিজ ইউনিয়নে সচিব পদে দায়িত্ব পালন করছেন। ফলে প্রতিনিয়ত বিভিন্ন অভিযোগ আসছে জেলা প্রশাসনের কাছে। আগামী নির্বাচনে আগে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত ও সাধারণ মানুষের শতভাগ সেবারমান নিশ্চিত করতে এমন উদ্যোগ নিয়েছেন নরসিংদী জেলা প্রশাসন।
নরসিংদী স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ মনোয়ার হোসেন বলেন, অনেক ইউনিয়ন সচিব দীর্ঘদিন যাবৎ একই কর্মস্থলে কর্মরত রয়েছেন। এ বিষয়ে আগে কোন পরিপত্র ছিল না। বর্তমানে সিদ্ধান্ত হয়েছে আগামী নির্বাচনে আগে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত ও সাধারণ মানুষের শতভাগ সেবারমান নিশ্চিত করতে ও কাজের গতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে প্রশাসনিক স্বার্থে বদলি কার্যক্রম শুরু হচ্ছে । বিভিন্ন তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।
জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, উপজেলাগুলোতে যাচাই-বাছাই চলছে। আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব বদলি কার্যক্রম শুরু করা হবে। চলতি মাসের মধ্যে ধাপে ধাপে বদলীর এ কার্যক্রম শুরু হবে







