গুগল ক্রোম আপডেট: বদলে গেল চিরচেনা ক্রোম

সংগৃহীত ছবি

অ্যানড্রয়েড ব্যবহারকারীদের জন্য গুগল নিয়ে এসেছে একদম নতুন ‘মেটেরিয়াল ইউ’ ডিজাইন, যা বদলে দিয়েছে ব্রাউজারের পুরো চেহারা।

অনলাইন ডেস্ক : গুগল ক্রোমে এল নতুন যুগের ছোঁয়া! অ্যানড্রয়েড ব্যবহারকারীদের জন্য গুগল নিয়ে এসেছে একদম নতুন ‘মেটেরিয়াল ইউ’ ডিজাইন, যা বদলে দিয়েছে ব্রাউজারের পুরো চেহারা। তিন বিন্দুর মেনু (থ্রি ডট), ট্যাব গ্রিড, ঠিকানা বার—সবকিছুতেই এসেছে নয়া রূপ ও আধুনিক ভিজ্যুয়াল পরিবর্তন।

প্রযুক্তির দুনিয়ায় নতুনত্বের ছোঁয়া

প্রযুক্তির মূল কথাই হলো পরিবর্তন। আজ যা আধুনিক, কালই তা পুরোনো। তাই চিরচেনা গুগল ক্রোমও এবার নিজেকে নতুনভাবে সাজিয়েছে। বিশ্বের জনপ্রিয়তম ওয়েব ব্রাউজারটি এবার অ্যানড্রয়েড সংস্করণে সম্পূর্ণরূপে কার্যকর করেছে মেটেরিয়াল ইউ এক্সপ্রেসিভ ডিজাইন (M3)।

এই আপডেট এসেছে ক্রোম সংস্করণ ১৪১-এর সঙ্গে। নতুন ডিজাইনে রয়েছে গোলাকার প্রান্ত, গতিশীল রঙ (ডায়নামিক কালার) এবং একেবারে পরিষ্কার, চোখ-ধাঁধানো ভিজ্যুয়াল লুক।

নতুন ডিজাইনে ক্রোমের প্রধান পরিবর্তন

গুগল ক্রোমের বাটনগুলোর আকার বজায় রাখা হয়েছে, যাতে ব্যবহারকারীরা আগের মতোই কমপ্যাক্ট লেআউট উপভোগ করতে পারেন। নতুন ডিজাইনটি গুগলের মেটেরিয়াল ইউ নীতির অনুসারে তৈরি, ফলে এটি এখন জিমেইল, গুগল ড্রাইভ, গুগল ফটো ইত্যাদি অ্যাপের সঙ্গে আরও বেশি মিল রেখে চলবে।

google-chrome-1

তিন বিন্দু মেনুতে বড় রদবদল

সবচেয়ে চোখে পড়ার মতো পরিবর্তন এসেছে তিন বিন্দু মেনুতে। এখন ফরোয়ার্ড, বুকমার্ক, ডাউনলোড, সাইট তথ্য এবং রিফ্রেশের মতো বাটনগুলো প্রদর্শিত হবে গোলাকার স্টাইলে। যদি কেউ কোনো পেজ বুকমার্ক করেন, তাহলে স্টার আইকনটি এখন একটি গোলাকার বর্গাকার বাক্সে দেখা যাবে—যা দেখে সঙ্গে সঙ্গেই বোঝা যাবে, পেজটি সংরক্ষিত হয়েছে।

ট্যাব গ্রিড ও ঠিকানা বারে নতুনত্ব

ট্যাব গ্রিড ভিউ-তেও এসেছে বড় পরিবর্তন। নতুন ট্যাব বাটন এখন গোলাকার বক্সে দেখা যাবে, যার রঙ ফোনের সিস্টেম থিমের সঙ্গে মিলিয়ে পরিবর্তিত হবে। বিভিন্ন ট্যাব গ্রুপ এখন আলাদা রঙে প্রদর্শিত হচ্ছে, ফলে একাধিক ট্যাব সহজে শনাক্ত করা যাচ্ছে।

ইনকগনিটো মোড, গ্রুপ সিলেক্টর ও ট্যাব সুইচার এখন আলাদা গোলাকার বাক্সে দেখা যাচ্ছে, যার ফলে পুরো ইন্টারফেসটি আরও পরিষ্কার ও আকর্ষণীয় হয়েছে।

ঠিকানা বারে (অ্যাড্রেস বার)-এও এসেছে সূক্ষ্ম পরিবর্তন। অনেক ব্যবহারকারী ইতিমধ্যেই গোলাকার বারের নতুন নকশা দেখতে পাচ্ছেন, যা ওয়েব পেজ লোড হওয়ার সময় একটানা মসৃণ অভিজ্ঞতা দিচ্ছে।

কখন ও কীভাবে পাবেন আপডেটটি

এই আপডেটটি সার্ভার-সাইড রোলআউট হিসেবে প্রকাশিত হয়েছে এবং এটি অ্যানড্রয়েডের জন্য ক্রোম সংস্করণ ১৪১-এ অন্তর্ভুক্ত। যদি কেউ নিজের ফোনে নতুন ডিজাইনটি এখনো না দেখে থাকেন, তাহলে অ্যাপ ইনফোতে গিয়ে আপডেট চেক করুন—নতুন চেহারার গুগল ক্রোম হাতের মুঠোয় পেতে পারেন আজই।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» তরুণরাই দেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে : জামায়াত আমির

» বিস্ফোরণ-অগ্নিকাণ্ড, ফ্লাইটে পাওয়ার ব্যাংক নিষিদ্ধ হচ্ছে?

» পাচারকালে নারী ও শিশু চক্রের সদস্য ভারতীয় নাগরিকসহ ৬ জন আটক

» গুগল ক্রোম আপডেট: বদলে গেল চিরচেনা ক্রোম

» গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেফতার

» বিশেষ অভিযানে ১৮৩১ জন গ্রেফতার

» শেখ মুজিব হত্যার সঙ্গে জিয়াউর রহমানকে জড়ানো ইতিহাস বিকৃতি: আলতাফ হোসেন

» বর্তমান পরিস্থিতি মোকাবেলায় আওয়ামী লীগ চারটি পরিকল্পনা নিয়ে এগোচ্ছে: রনি

» আগামী নির্বাচনে দেশে মিরাকল ঘটতে পারে: আবদুল্লাহ তাহের

» বাংলাদেশের মানুষ পরিবর্তনের জন্য মুখিয়ে আছে: নাহিদ ইসলাম

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

গুগল ক্রোম আপডেট: বদলে গেল চিরচেনা ক্রোম

সংগৃহীত ছবি

অ্যানড্রয়েড ব্যবহারকারীদের জন্য গুগল নিয়ে এসেছে একদম নতুন ‘মেটেরিয়াল ইউ’ ডিজাইন, যা বদলে দিয়েছে ব্রাউজারের পুরো চেহারা।

অনলাইন ডেস্ক : গুগল ক্রোমে এল নতুন যুগের ছোঁয়া! অ্যানড্রয়েড ব্যবহারকারীদের জন্য গুগল নিয়ে এসেছে একদম নতুন ‘মেটেরিয়াল ইউ’ ডিজাইন, যা বদলে দিয়েছে ব্রাউজারের পুরো চেহারা। তিন বিন্দুর মেনু (থ্রি ডট), ট্যাব গ্রিড, ঠিকানা বার—সবকিছুতেই এসেছে নয়া রূপ ও আধুনিক ভিজ্যুয়াল পরিবর্তন।

প্রযুক্তির দুনিয়ায় নতুনত্বের ছোঁয়া

প্রযুক্তির মূল কথাই হলো পরিবর্তন। আজ যা আধুনিক, কালই তা পুরোনো। তাই চিরচেনা গুগল ক্রোমও এবার নিজেকে নতুনভাবে সাজিয়েছে। বিশ্বের জনপ্রিয়তম ওয়েব ব্রাউজারটি এবার অ্যানড্রয়েড সংস্করণে সম্পূর্ণরূপে কার্যকর করেছে মেটেরিয়াল ইউ এক্সপ্রেসিভ ডিজাইন (M3)।

এই আপডেট এসেছে ক্রোম সংস্করণ ১৪১-এর সঙ্গে। নতুন ডিজাইনে রয়েছে গোলাকার প্রান্ত, গতিশীল রঙ (ডায়নামিক কালার) এবং একেবারে পরিষ্কার, চোখ-ধাঁধানো ভিজ্যুয়াল লুক।

নতুন ডিজাইনে ক্রোমের প্রধান পরিবর্তন

গুগল ক্রোমের বাটনগুলোর আকার বজায় রাখা হয়েছে, যাতে ব্যবহারকারীরা আগের মতোই কমপ্যাক্ট লেআউট উপভোগ করতে পারেন। নতুন ডিজাইনটি গুগলের মেটেরিয়াল ইউ নীতির অনুসারে তৈরি, ফলে এটি এখন জিমেইল, গুগল ড্রাইভ, গুগল ফটো ইত্যাদি অ্যাপের সঙ্গে আরও বেশি মিল রেখে চলবে।

google-chrome-1

তিন বিন্দু মেনুতে বড় রদবদল

সবচেয়ে চোখে পড়ার মতো পরিবর্তন এসেছে তিন বিন্দু মেনুতে। এখন ফরোয়ার্ড, বুকমার্ক, ডাউনলোড, সাইট তথ্য এবং রিফ্রেশের মতো বাটনগুলো প্রদর্শিত হবে গোলাকার স্টাইলে। যদি কেউ কোনো পেজ বুকমার্ক করেন, তাহলে স্টার আইকনটি এখন একটি গোলাকার বর্গাকার বাক্সে দেখা যাবে—যা দেখে সঙ্গে সঙ্গেই বোঝা যাবে, পেজটি সংরক্ষিত হয়েছে।

ট্যাব গ্রিড ও ঠিকানা বারে নতুনত্ব

ট্যাব গ্রিড ভিউ-তেও এসেছে বড় পরিবর্তন। নতুন ট্যাব বাটন এখন গোলাকার বক্সে দেখা যাবে, যার রঙ ফোনের সিস্টেম থিমের সঙ্গে মিলিয়ে পরিবর্তিত হবে। বিভিন্ন ট্যাব গ্রুপ এখন আলাদা রঙে প্রদর্শিত হচ্ছে, ফলে একাধিক ট্যাব সহজে শনাক্ত করা যাচ্ছে।

ইনকগনিটো মোড, গ্রুপ সিলেক্টর ও ট্যাব সুইচার এখন আলাদা গোলাকার বাক্সে দেখা যাচ্ছে, যার ফলে পুরো ইন্টারফেসটি আরও পরিষ্কার ও আকর্ষণীয় হয়েছে।

ঠিকানা বারে (অ্যাড্রেস বার)-এও এসেছে সূক্ষ্ম পরিবর্তন। অনেক ব্যবহারকারী ইতিমধ্যেই গোলাকার বারের নতুন নকশা দেখতে পাচ্ছেন, যা ওয়েব পেজ লোড হওয়ার সময় একটানা মসৃণ অভিজ্ঞতা দিচ্ছে।

কখন ও কীভাবে পাবেন আপডেটটি

এই আপডেটটি সার্ভার-সাইড রোলআউট হিসেবে প্রকাশিত হয়েছে এবং এটি অ্যানড্রয়েডের জন্য ক্রোম সংস্করণ ১৪১-এ অন্তর্ভুক্ত। যদি কেউ নিজের ফোনে নতুন ডিজাইনটি এখনো না দেখে থাকেন, তাহলে অ্যাপ ইনফোতে গিয়ে আপডেট চেক করুন—নতুন চেহারার গুগল ক্রোম হাতের মুঠোয় পেতে পারেন আজই।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com