লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি \ আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জামালপুর-২ (ইসলামপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এ ই সুলতান মাহমুদ বাবু আগমন উপলক্ষে পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ইসলামপুর থানা মোড়ের ঐতিহাসিক বটতলা চত্বরে পথসভায় উপচে পড়া জনসমাগমে পরিণত হয়। এতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মীরা হাতে ব্যানার, ফেস্টুন, ধানের শীষের প্রতীক এবং ফুলের
তোড়া নিয়ে নেতাকর্মীরা অংশ নেন। বটতলা চত্বরে মনোনীত প্রার্থী সাবেক এমপি সুলতান মাহমুদ বাবুকে নেতাকর্মীরা ফুলেল শুভে”ছা জানান।
উপজেলা বিএনপির সহ সভাপতি মিজানুর রহমান খানের সভাপতিত্বে প্রার্থী সুলতান মাহমুদ বাবু এতে বক্তব্য রাখেন। তিনি বলেন, ইসলামপুরের মাটি ও মানুষের সঙ্গে আমার আত্মার বন্ধন। বিএনপি জনগণের দল,তাই দেশের স্বার্থে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থেকে করার
আহ্ধসঢ়;বান জানান।
পথসভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরল ইসলাম নবাবসহ ¯’ানীয় নেতা-কর্মীরা বক্তব্য রাখেন।







