জয়পুরহাট-২ আসনে আলোচনায় বিএনপির ত্যাগী নেতা লায়ন সিরাজুল ইসলাম বিদ্যুৎ

সুলতান মাহমুদ, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ  আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-২ (আক্কেলপুর–কালাই–ক্ষেতলাল) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে তৃণমূল পর্যায়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন দলের ত্যাগী, আদর্শবান ও সাংগঠনিকভাবে পরিপক্ব নেতা আলহাজ্ব লায়ন সিরাজুল ইসলাম বিদ্যুৎ।
ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী এই নেতা দীর্ঘ রাজনৈতিক জীবনে দলের জন্য কাজ করে গেছেন নীরবে-নিষ্ঠাভরে। আক্কেলপুর এম.আর ডিগ্রি কলেজে ছাত্রদলের এজিএস হিসেবে রাজনীতিতে যাত্রা শুরু করা বিদ্যুৎ পরবর্তীতে সোনামুখী ইউনিয়ন বিএনপি, আক্কেলপুর থানা বিএনপি, জেলা বিএনপি এবং জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির জলবায়ু বিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের (বিএফএ) ভাইস চেয়ারম্যান।
দলের দুঃসময়ে রাজপথে নেতৃত্ব, সংগঠনের ঐক্য রক্ষা এবং তৃণমূল কর্মীদের পাশে থাকা—এই তিন গুণেই তিনি পরিচিত একজন নির্ভরযোগ্য ও ত্যাগী সংগঠক হিসেবে।
২০১৩ সালে তিনি আওয়ামী সন্ত্রাসী পুলিশ কর্তৃক অজ্ঞাত স্থানে গুম হয়ে ১২ দিন নির্যাতনের শিকার হন। রাজনৈতিক প্রতিহিংসার অংশ হিসেবে এখন পর্যন্ত মোট ৩৮টি মামলায় জর্জরিত এই নেতা একাধিকবার রিমান্ড ও হয়রানির শিকার হয়েছেন।
২০২২ সালের রাজপথের আন্দোলনে অংশ নিতে গিয়ে তিনি রাজশাহীর বিভাগীয় গণসমাবেশে খোলা আকাশের নিচে অবস্থানকালে হার্ট অ্যাটাকে আক্রান্ত হন, পরে ভারতের বেঙ্গালুরুর নারায়ণা হাসপাতালে বাইপাস সার্জারির মাধ্যমে চিকিৎসা নেন। সুস্থ হয়ে ফিরে এসে আবারও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হয়েছেন।
তিনি নিয়মিত বিএনপির গ্রেফতার হওয়া নেতাকর্মীদের আদালতে জামিন, আইনি সহায়তা ও পরিবারকে সহায়তা করার কাজেও নেতৃত্ব দিয়ে আসছেন, যা তৃণমূলের মধ্যে তাঁর প্রতি আস্থা আরও গভীর করেছে।
২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। সে সময় সরকারি দলের সন্ত্রাসীদের হামলায় তার বাড়ি ভাঙচুর করা হয়, পরিবারের কয়েকজন আহত হন এবং তাঁর ভগ্নিপতি মরহুম খাদেমুল ইসলাম গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
রাজনৈতিক লক্ষ্য সম্পর্কে লায়ন সিরাজুল ইসলাম বিদ্যুৎ বলেন—
“শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শই আমার রাজনীতির প্রেরণা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠাই আমার জীবনের লক্ষ্য।”
স্থানীয় নেতাকর্মীদের মতে, লায়ন সিরাজুল ইসলাম বিদ্যুৎ একজন পরিশ্রমী, পরিচ্ছন্ন ও ত্যাগী সংগঠক, যিনি দলের কঠিন সময়ে কর্মীদের পাশে থেকে সাহস যুগিয়েছেন। তৃণমূলের কাছে তাঁর গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা বর্তমানে জয়পুরহাট-২ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি বলে বিবেচিত হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» জামায়াতকে ১৯৭১ সালেই দেখা শেষ, নতুন করে দেখার কিছু নেই : আমিনুল

» ব্যক্তি বদলানো ছাড়া সমাজ-রাষ্ট্রের পরিবর্তন সম্ভব নয় : শফিকুল ইসলাম মাসুদ

» সাগর-রুনিসহ সব সাংবাদিক হত্যার বিচার দাবি সিএমইউজের

» বিশেষ অভিযান চালিয়ে ১৩ জন গ্রেফতার

» মেয়ের জন্য দুটি আকিকা করা যাবে কি?

» ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭০৯ মামলা

» চলুন জেনে নেওয়া যাক প্রন সাসলিক তৈরির রেসিপি

» প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনী প্রধানের বৈঠক

» দেশে এখন দুটি পক্ষ, একটি সংস্কারের পক্ষে ও অন্যটি বিপক্ষে: হাসনাত

» সুবিধা নিতে অন্যায় করা বিচারকরা মানুষ নন: আইন উপদেষ্টা

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জয়পুরহাট-২ আসনে আলোচনায় বিএনপির ত্যাগী নেতা লায়ন সিরাজুল ইসলাম বিদ্যুৎ

সুলতান মাহমুদ, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ  আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-২ (আক্কেলপুর–কালাই–ক্ষেতলাল) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে তৃণমূল পর্যায়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন দলের ত্যাগী, আদর্শবান ও সাংগঠনিকভাবে পরিপক্ব নেতা আলহাজ্ব লায়ন সিরাজুল ইসলাম বিদ্যুৎ।
ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী এই নেতা দীর্ঘ রাজনৈতিক জীবনে দলের জন্য কাজ করে গেছেন নীরবে-নিষ্ঠাভরে। আক্কেলপুর এম.আর ডিগ্রি কলেজে ছাত্রদলের এজিএস হিসেবে রাজনীতিতে যাত্রা শুরু করা বিদ্যুৎ পরবর্তীতে সোনামুখী ইউনিয়ন বিএনপি, আক্কেলপুর থানা বিএনপি, জেলা বিএনপি এবং জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির জলবায়ু বিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের (বিএফএ) ভাইস চেয়ারম্যান।
দলের দুঃসময়ে রাজপথে নেতৃত্ব, সংগঠনের ঐক্য রক্ষা এবং তৃণমূল কর্মীদের পাশে থাকা—এই তিন গুণেই তিনি পরিচিত একজন নির্ভরযোগ্য ও ত্যাগী সংগঠক হিসেবে।
২০১৩ সালে তিনি আওয়ামী সন্ত্রাসী পুলিশ কর্তৃক অজ্ঞাত স্থানে গুম হয়ে ১২ দিন নির্যাতনের শিকার হন। রাজনৈতিক প্রতিহিংসার অংশ হিসেবে এখন পর্যন্ত মোট ৩৮টি মামলায় জর্জরিত এই নেতা একাধিকবার রিমান্ড ও হয়রানির শিকার হয়েছেন।
২০২২ সালের রাজপথের আন্দোলনে অংশ নিতে গিয়ে তিনি রাজশাহীর বিভাগীয় গণসমাবেশে খোলা আকাশের নিচে অবস্থানকালে হার্ট অ্যাটাকে আক্রান্ত হন, পরে ভারতের বেঙ্গালুরুর নারায়ণা হাসপাতালে বাইপাস সার্জারির মাধ্যমে চিকিৎসা নেন। সুস্থ হয়ে ফিরে এসে আবারও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হয়েছেন।
তিনি নিয়মিত বিএনপির গ্রেফতার হওয়া নেতাকর্মীদের আদালতে জামিন, আইনি সহায়তা ও পরিবারকে সহায়তা করার কাজেও নেতৃত্ব দিয়ে আসছেন, যা তৃণমূলের মধ্যে তাঁর প্রতি আস্থা আরও গভীর করেছে।
২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। সে সময় সরকারি দলের সন্ত্রাসীদের হামলায় তার বাড়ি ভাঙচুর করা হয়, পরিবারের কয়েকজন আহত হন এবং তাঁর ভগ্নিপতি মরহুম খাদেমুল ইসলাম গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
রাজনৈতিক লক্ষ্য সম্পর্কে লায়ন সিরাজুল ইসলাম বিদ্যুৎ বলেন—
“শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শই আমার রাজনীতির প্রেরণা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠাই আমার জীবনের লক্ষ্য।”
স্থানীয় নেতাকর্মীদের মতে, লায়ন সিরাজুল ইসলাম বিদ্যুৎ একজন পরিশ্রমী, পরিচ্ছন্ন ও ত্যাগী সংগঠক, যিনি দলের কঠিন সময়ে কর্মীদের পাশে থেকে সাহস যুগিয়েছেন। তৃণমূলের কাছে তাঁর গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা বর্তমানে জয়পুরহাট-২ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি বলে বিবেচিত হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com