সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। এছাড়া অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ৭ জনকে আটক করেছে বিজিবি।
আজ সকালে মহেশপুর সীমান্তের উথলী এলাকা থেকে আসামিবিহীন ৫৯ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে বিজিবি সদস্যরা। এ সময় ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় বরগুনা জেলার বেতাগী থানার বুড়মুজুমদার গ্রামের নারায়ণ চন্দ্র হাওলাদারের ছেলে কুমার হাওলাদার অজয় (৩৭) এবং গোপালগঞ্জের কোটালীপাড়া থানার লাটেঙ্গা গ্রামের নবকুমার মৃধা ছেলে রিপন মৃধা (২৮)কে আটক করা হয়।
অন্যদিকে, একইদিন ভোরে বাঘাডাংগা সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় কক্সবাজারের পেকুয়া থানার সরকারি ঘোনা গ্রামের মোস্তফা আহমেদের ছেলে ইউসুফ গনি (৫৪), সিলেট সদরের মাইয়ারচর গ্রামের আব্দুল মানিকের ছেলে নুর আলম (২৬), গোপালগঞ্জের সদরের বোড়াশী গ্রামের সুমন্ত বিশ্বাসের ছেলে সুমতি বিশ্বাস (২৪), একই জেলার রঘুনাথপুর গ্রামের জগদীশ বিশ্বাসের ছেলে জয়ন্ত বিশ্বাস (২৫) আটক করা হয়।
অপরদিকে, বাংলাদেশের অভ্যন্তরে কুসুমপুর এলাকার চাঁপাতলা গ্রামের দোকানের সামনে থেকে ভারতে প্রবেশের সময় মহেশপুর উপজেলার কুসুমপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে দালাল মুকুল হোসেন (৪৪) কে আটক করে বিজিব। এসব তথ্য নিশ্চিত করেন মহেশপুর ব্যাটালিয়ন-৫৮ বিজিবি সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান।







