শাহনাজ পারভীন মিতা :
হেমন্ত কি প্রিয় ঋতু আমার!
সব সময় ভেবেছি বর্ষা
বর্ষার কদম ও কেতকী
একটানা বৃষ্টির রিমিঝিম সুর
কী এক অবিমিশ্রত সুখ আনন্দ বেদনার,
প্রথম প্রেমের মতই ওমর খৈয়াম
একখন্ড রুটি ও সুরা -সাকি ।
হেমন্তের পাতা ঝরা বিকেল
একাকী উইলামেট নদীতট,
উড়ছে সোনালী পাতা বিবর্ণ সময়
হারিয়েছি আমি।
খসে গেছে সময়ের পালক
মাথার ওপর পাখির ঝাঁক
কখনো রিমঝিম বৃষ্টি
মনের বর্ষা ছুঁয়ে হেমন্ত বিকেল।
চারিধার অপার সৌন্দর্য
খু্ঁজে চলা নিজেকেই,
সেই ঝরা পাতার গান
ছুঁয়ে গেছে বলে গেছে আমি আছি
যদিও সময় প্রহরে কেউ থাকে না
ফিরে ফিরে আসে বর্ষা হেমন্ত ।
তাইতো বিষন্ন মন ঝরা পাতা ওড়ে
ফেলে আসা সময় মনে পরে ।







