সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ১৬৫ রান সংগ্রহ করেছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। ফলে জয়ের জন্য বাংলাদেশের করতে হবে ১৬৬ রান।
সোমবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান তুলতে সক্ষম হয় ওয়েস্ট ইন্ডিজ।
টস হেরে ফিল্ডিংয়ে নেমে বোলিংয়ে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারালেও ৩৫ রানের বেশি করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। তবে এরপরই হাত খুলতে শুরু করে ক্যারিবিয়ানরা।
বাংলাদেশকে প্রথম ব্রেকথ্রু এনে দেন রিশাদ। ২৭ বলে ৩৪ রান করা আলিক আথানজেকে বোল্ড করেছেন এই লেগি। আরেক ওপেনার ব্রেন্ডন কিংও একই পথে হেঁটেছেন। ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি। ৩৬ বলে ৩৩ করেছেন তিনি। তাকে ফিরিয়েছেন তাসকিন। নতুন ব্যাটার রাদারফোর্ডকে পরের বলেই আউট করেছেন এই পেসার।
৮২ রানে ৩ উইকেট হারানো উইন্ডিজ ইনিংসের বাকিটা সময় দাপট দেখিয়েছে। শাই হোপ ও রভম্যান পাওয়েলের ব্যাটে দেড়শ ছাড়ানো সংগ্রহ পায় তারা। পাওয়েল অপরাজিত থেকেছেন ২৮ বলে ৪৪ রানে, আর হোপের ব্যাট থেকে এসেছে অপরাজিত ২৮ বলে ৪৬ রান।
ম্যাচে টাইগারদের পক্ষে তাসকিন ২ উইকেট পেলেও খরচ করেন ৩৬ রান। তানজিম সাকিব ৪ ওভারে ৪৭ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। রিশাদ ১ উইকেট নিতে খরচ করেন ৪০ রান।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের আজকের প্রথম ম্যাচ জিতলে জয়-হারের পরিসংখ্যানে ক্যারিবীয়দের সমান হবে বাংলাদেশ। এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ১৯ বার মুখোমুখি হয়েছে দু’দল। এরমধ্যে বাংলাদেশের জয় ৮টিতে এবং ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ৯টিতে। দু’টি ম্যাচ পরিত্যক্ত হয়। সূএ বাংলাদেশ প্রতিদিন







