সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে অবস্থান করে বাংলাদেশের অভ্যন্তরে নাশকতা এবং অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র করছেন।
শুক্রবার বিকেলে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি আয়োজিত ধানের শীষের প্রচারণা পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন গয়েশ্বর।
এ সময় গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দেশের ভেতরে নাশকতা, সন্ত্রাস ও বিশৃঙ্খলার পেছনে শেখ হাসিনার পরিকল্পনা কাজ করছে। তিনি ভারতে বসে তার দোসরদের মাধ্যমে এসব কর্মকাণ্ড পরিচালনা করছেন। এর ফলে দেশের চলমান রাজনৈতিক স্থিতিশীলতা নষ্টের চেষ্টা করা হচ্ছে। সম্প্রতি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লাগা এবং অন্যান্য স্থানে অগ্নিকাণ্ডের ঘটনাগুলোও এই নাশকতারই অংশ। ভবিষ্যতে এমন নাশকতা রোধ করতে অন্তর্বর্তীকালীন সরকারের সজাগ থাকা জরুরি।
তিনি আরও বলেন, দেশের মানুষ এখন নির্বাচনমুখী। একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার প্রতিষ্ঠিত হলে দেশে শান্তি ফিরে আসবে।
তিনি আরও অভিযোগ করেন, পালিয়ে থাকা দলটি আগামী নির্বাচনকে ব্যাহত করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করছে। তাই জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের এসব পরিকল্পনার বিরুদ্ধে সতর্ক ও সজাগ থাকার পরামর্শ দেন। এছাড়া, বিএনপির ধানের শীষের প্রতীককে সামনে রেখে ভোটারদের কাছে পৌঁছে ভোট চাওয়ার কাজ শুরু করতে দলের সদস্যদের নির্দেশ দিয়েছেন তিনি।
পথসভায় ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি নিপুণ রায় চৌধুরীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।







