লিয়াকত হোসাইন লায়ন, জামালপর প্রতিনিধি \ আসন্ন ত্রয়োদশ জাতীয়সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জনসংযোগ ও উঠান বৈঠক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ অক্টোবর) রাতে উপজেলার চরগোয়ালিনী ইউনিয়নের পিরোজপুর এলাকায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
জামালপুর-২ (ইসলামপুর) আসন জামায়াত মনোনীত এমপি প্রার্থী দলের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. সামিউল হক ফারুকী এতে বক্তব্য রাখেন। তিনি বলেন-ইনসাফভিত্তিক, আধুনিক ও উন্নত ইসলামপুর গড়ে তোলা আমার লক্ষ্য। জনগণের ভোট ও দোয়া পেলে আমি এমন একটি সমাজ গড়তে চাই, যেখানে থাকবে ন্যায়বিচার, সুশাসন ও
উন্নয়নের সমন্বয়। ইসলামপুরের মানুষ বছরের পর বছর উন্নয়ন থেকে বঞ্চিত।
সময় এসেছে জনগণের প্রকৃত অধিকার প্রতিষ্ঠার। উন্নয়ন হবে মানুষের কল্যাণে, নয় দলীয় স্বার্থে। যে রাজনীতি মানুষের জীবনমান উন্নয়নের বার্তা দেয়, সেটিই আমাদের রাজনীতি।
ওয়ার্ড সভাপতি শাহিন সেখের সভাপতিত্বে জেলা শুরা সদস্য মাওলানা আমজাদ হোসেন, উপজেলা আমীর রাশেদুজ্জামান, উপজেলা সেক্রেটারি আবু মোছা,উপজেলা যুব বিভাগের সেক্রেটারি মনির হোসেন, উপজেলা সহকারী সেক্রেটারি আব্দুর রহমান ওমর, চরগোয়ালিনী ইউনিয়নের সভাপতি আমিনুর ইসলাম, সহকারী সেক্রেটারি মনিরুজ্জামান প্রমূখ বক্তব্য রাখেন।