ফাইল ছবি
অনলাইন ডেস্ক : জুলাই সনদ মোটাদাগে সবাই মেনে নিয়েছে। আর সেখানে যে অঙ্গীকার রয়েছে তা বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার রাজনীতির সমসাময়িক বিষয় নিয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়া পল্টনে সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন তিনি।
রিজভী বলেন, এ দেশের সব ক্ষেত্রে চরমভাবে দলীয়করণ করা হয়েছে, তাই প্রশাসনের উচ্চপর্যায়ের ব্যক্তিদেরও দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভেবেছিলেন তাদের জমিদারি সারা জীবন থাকবে। পাঁচ আগস্টের পর অনেকের মানসিক পরিবর্তন হয়েছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক হয়নি।
তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দিয়েছেন বিএনপি ক্ষমতায় গেলে ২৫ কোটি বৃক্ষরোপণ করবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় সব ধরনের কাজ করা হবে। সম্প্রতি তার বক্তব্য সে কথাই ফুটে উঠেছে।
রিজভী আরও বলেন, আমাদের সুস্থ সাবলীল যাত্রায় অনেক বাধা আসছে, অনেক ষড়যন্ত্র হচ্ছে। বর্তমান সরকারে যদি দলীয় কেউ থাকে, তাদের সরিয়ে দিতে হবে তা না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও মনে করেন।